logo
খবর

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ জানুয়ারি ২০২৫
Copied!
বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
নন্দীগ্রাম উপজেলার মানচিত্র। ছবি: বাংলাপিডিয়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাড়ির বারান্দায় রওশন আরা বেগম (৫৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ জানুয়ারি( গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রওশন আরা বেগম ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী আলেফ মিয়া মালয়েশিয়াপ্রবাসী। এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। মেয়ে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করেন। রওশন আরা বেগম একা স্বামীর বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রওশন আরা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বারান্দায় রওশন আরার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার মুখমণ্ডল ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ওই নারী বাড়িতে একা থাকতেন। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বাড়ির সব মালামাল ঠিক ছিল। চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। কারও সঙ্গে পূর্বশত্রুতা ছিল কি না, স্বজনেরা কেউ বাড়িতে না থাকায় সেই তথ্য পাওয়া যায়নি।

আরও দেখুন

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।

৬ মিনিট আগে

সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ২৫ বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ২৫ বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমাপ্রাপ্ত সব বাংলাদেশি ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। তারা ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত জুলাই আন্দোলনের সময় আমিরাতে আটক হয়েছিলেন।

৩৭ মিনিট আগে

বায়রার পরিচালনা পর্ষদের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে রামরুর সংলাপ

বায়রার পরিচালনা পর্ষদের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে রামরুর সংলাপ

সংলাপে মূলত ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো—বায়রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের পরিকল্পনা, নৈতিক নিয়োগ নিশ্চিতকরণে প্রার্থীদের অঙ্গীকার এবং বাংলাদেশে ও গন্তব্য দেশসমূহে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকরণ।

১ দিন আগে

আমেরিকার বি১ ভিসা বন্ড শর্তাবলি পুনর্বিবেচনার আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

আমেরিকার বি১ ভিসা বন্ড শর্তাবলি পুনর্বিবেচনার আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

বিজ্ঞপ্তিতে বলা হয়, খলিলুর রহমান আমেরিকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষিপণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের আমেরিকায় ভ্রমণ সহজ করার অনুরোধ জানান।

২ দিন আগে