বিডিজেন ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাড়ির বারান্দায় রওশন আরা বেগম (৫৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ জানুয়ারি( গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রওশন আরা বেগম ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী আলেফ মিয়া মালয়েশিয়াপ্রবাসী। এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। মেয়ে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করেন। রওশন আরা বেগম একা স্বামীর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রওশন আরা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বারান্দায় রওশন আরার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার মুখমণ্ডল ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ওই নারী বাড়িতে একা থাকতেন। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বাড়ির সব মালামাল ঠিক ছিল। চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। কারও সঙ্গে পূর্বশত্রুতা ছিল কি না, স্বজনেরা কেউ বাড়িতে না থাকায় সেই তথ্য পাওয়া যায়নি।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাড়ির বারান্দায় রওশন আরা বেগম (৫৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ জানুয়ারি( গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রওশন আরা বেগম ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী আলেফ মিয়া মালয়েশিয়াপ্রবাসী। এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। মেয়ে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করেন। রওশন আরা বেগম একা স্বামীর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রওশন আরা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বারান্দায় রওশন আরার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার মুখমণ্ডল ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ওই নারী বাড়িতে একা থাকতেন। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বাড়ির সব মালামাল ঠিক ছিল। চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। কারও সঙ্গে পূর্বশত্রুতা ছিল কি না, স্বজনেরা কেউ বাড়িতে না থাকায় সেই তথ্য পাওয়া যায়নি।
চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে সম্পৃক্ত করা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি এ-ও মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির ক্ষেত্রে আরাকান আর্মি সবচেয়ে বড় বাধা।
মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেখানে এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, লাখ লাখ প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য সরকার বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে বিশেষ করে কনস্যুলেট জেনারেল অফিসগুলোতে জনবল বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।