বিডিজেন ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাড়ির বারান্দায় রওশন আরা বেগম (৫৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ জানুয়ারি( গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রওশন আরা বেগম ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী আলেফ মিয়া মালয়েশিয়াপ্রবাসী। এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। মেয়ে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করেন। রওশন আরা বেগম একা স্বামীর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রওশন আরা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বারান্দায় রওশন আরার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার মুখমণ্ডল ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ওই নারী বাড়িতে একা থাকতেন। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বাড়ির সব মালামাল ঠিক ছিল। চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। কারও সঙ্গে পূর্বশত্রুতা ছিল কি না, স্বজনেরা কেউ বাড়িতে না থাকায় সেই তথ্য পাওয়া যায়নি।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাড়ির বারান্দায় রওশন আরা বেগম (৫৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ জানুয়ারি( গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রওশন আরা বেগম ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী আলেফ মিয়া মালয়েশিয়াপ্রবাসী। এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। মেয়ে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করেন। রওশন আরা বেগম একা স্বামীর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রওশন আরা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বারান্দায় রওশন আরার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার মুখমণ্ডল ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ওই নারী বাড়িতে একা থাকতেন। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বাড়ির সব মালামাল ঠিক ছিল। চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। কারও সঙ্গে পূর্বশত্রুতা ছিল কি না, স্বজনেরা কেউ বাড়িতে না থাকায় সেই তথ্য পাওয়া যায়নি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে এক প্রবাসীর স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
বন্দর নগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে আবার ফ্লাইট চালু করতে যাচ্ছে দুই আন্তর্জাতিক এয়ারলাইনস। যাত্রীদের চাহিদা বিবেচনায় ফ্লাই দুবাই ও সালাম এয়ার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সোমবার ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছেন।
মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১ হাজার ১৫৯ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।