logo
খবর

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ জানুয়ারি ২০২৫
Copied!
বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
নন্দীগ্রাম উপজেলার মানচিত্র। ছবি: বাংলাপিডিয়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাড়ির বারান্দায় রওশন আরা বেগম (৫৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ জানুয়ারি( গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রওশন আরা বেগম ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী আলেফ মিয়া মালয়েশিয়াপ্রবাসী। এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। মেয়ে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করেন। রওশন আরা বেগম একা স্বামীর বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রওশন আরা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বারান্দায় রওশন আরার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার মুখমণ্ডল ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ওই নারী বাড়িতে একা থাকতেন। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বাড়ির সব মালামাল ঠিক ছিল। চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। কারও সঙ্গে পূর্বশত্রুতা ছিল কি না, স্বজনেরা কেউ বাড়িতে না থাকায় সেই তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন

মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে জাতি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সারা দেশে অমর একুশে’, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২ দিন আগে

চাঁদপুরে আগুনে পুড়ল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান, আহত ১০

চাঁদপুরে আগুনে পুড়ল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান, আহত ১০

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিখ্যাত মুন্সীরহাট বাজারে আগুনে ছাই হয়েছ ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান। আর আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছেন। প্রাথমিক হিসেবে আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন।

২ দিন আগে

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

২ দিন আগে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২ দিন আগে