logo
খবর

রাজনৈতিক দল নিষিদ্ধসহ গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলুন: জাতিসংঘের মানবাধিকার সংস্থা

প্রতিবেদক, বিডিজেন১৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
রাজনৈতিক দল নিষিদ্ধসহ গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলুন: জাতিসংঘের মানবাধিকার সংস্থা
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল নিষিদ্ধ করা, ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাসহ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে— এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া ভয়ানক ঘটনার বিষয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়।

প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা 'সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র’ পুনপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ন করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে।

এ ছাড়াও, সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনের আগে বিশেষ ব্যবস্থাসহ অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিতের সুপারিশও করা হয় প্রতিবেদনে।

সাংবাদিক, আওয়ামী লীগ সমর্থক, সংখ্যালঘু নেতা, মানবাধিকার কর্মী এবং নাগরিক বা রাজনৈতিক ভিন্নমত প্রকাশকারী অন্যরা যাতে নির্বিচারে গ্রেফতার, অপ্রমাণিত ফৌজদারি মামলা বা অন্য ধরনের ভীতি প্রদর্শনের শিকার না হন—তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

প্রতিবেদনে বলা হয়েছে, “প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করতে পদক্ষেপ নিন এবং এই ধরনের হামলায় জড়িত অপরাধীদের বিষয়ে তদন্ত ও বিচার করুন। পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তিতে হামলাসহ নাগরিকদের ক্ষতিপূরণের দাবিও সহজতর করুন।”

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যেসব সদস্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় তাদের নিজ ইউনিটে ফিরিয়ে নিয়ে র‌্যাব বাহিনীকে বিলুপ্ত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) তাদের তথ্য-অনুসন্ধানী প্রতিবেদনে জবাবদিহিতা ও বিচার, পুলিশ ও নিরাপত্তাসহ কয়েকটি সুনির্দিষ্ট ক্ষেত্রে সুপারিশ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে- নাগরিকদের সুযোগ, রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক সুশাসন।

‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও অগাস্টের বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে সাংবাদিক, রাজনৈতিক দলের কর্মী, সংখ্যালঘু নেতা ও অধিকার কর্মীদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর প্রভাবের মধ্যে ভারসাম্য রক্ষায় তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করারও সুপারিশ করেছে জাতিসংঘ।

দেশের নাগরিকদের নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের (নাগরিক) সরাসরি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা যাতে মানবাধিকারের নীতির প্রতি সম্মান দেখায়—তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তৃত আলোচনা শুরুরও সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিবেদনে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে প্রয়োজনীয় ও উপযুক্ত ক্ষেত্রে অস্থায়ী বিশেষ ব্যবস্থাসহ রাজনৈতিক ও অন্য ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে প্রকৃত সমতা নিশ্চিতে আইন ও বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও প্রতিশোধমূলক সহিংসতার জন্য ন্যায্য ও কার্যকর ফৌজদারি বিচারের সুপারিশ করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজসহ স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় পুলিশ কমিশনের মাধ্যমে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক পুলিশ নিয়োগ, পদোন্নতি, বদলি ও অপসারণ প্রক্রিয়া গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এতে পুলিশ পর্যবেক্ষণ ইউনিটের পরিবর্তে স্বরাষ্ট্র/বাংলাদেশ পুলিশ চেইন অফ কমান্ডের বাইরে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছ, “এটি নাগরিক সমাজসহ স্বাধীন সদস্যদের সমন্বয়ে গঠিত হওয়া উচিত। জনসাধারণের অভিযোগ দেওয়ার সংস্থা হিসেবে কাজ করার জন্য বিশেষায়িত কর্মী, ক্ষমতা ও আইনি ক্ষমতাও থাকতে হবে।”

জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলেছে, মানবাধিকার লঙ্ঘন ও যেকোনো পুলিশ সদস্যের অন্য গুরুতর অসদাচরণের বিষয়ে তাদের নিজস্ব কার্যকর তদন্তসহ অভিযোগগুলোর বিচার হওয়া উচিৎ।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি সারজিস ও হাসনাতের

এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া পোস্টে তারা এ দাবি জানান।

সারজিস আলম বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত আমাদের সহযোদ্ধা আবুল কাশেম শহীদ হয়েছেন! প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই।’

ওই পোস্টে হ্যাশট্যাগ আওয়ামী লীগ জুড়ে দিয়ে তিনি আরও বলেন, ‘খুনির দল আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে কাশেমকে ‘প্রতিবিপ্লবের প্রথম শহীদ’ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘আয়নাঘর, হাসিনার হত্যা, প্রতিবিপ্লবে আমার ভাই কাশেম শহীদ হয়েছে। যথেষ্ট হয়েছে। এখন আর পেছনে ফেরার পথ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।’

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে গাজীপুর শহরে সাবেক সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালাতে গেলে স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর চড়াও হয় এবং মারধর করে। এই ঘটনায় কাশেমসহ আহত হন অন্তত ১৪ জন।

আরও পড়ুন

আরও পড়ুন

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

১১ ঘণ্টা আগে

গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকেও দ্রুত নির্বাচনের কথা বলেছে বিএনপি

গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকেও দ্রুত নির্বাচনের কথা বলেছে বিএনপি

নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো আগে করে বাকিগুলো সংসদের মাধ্যমে করার ব্যাপারে বিএনপির অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, 'সংস্কারগুলো চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি।'

১ দিন আগে

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি সেই জায়গা যেখানে বাজেট কাটছাঁটের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে বিশেষ করে যাদের সহায়তা পাওয়ার প্রয়োজনীয়তা সবচেয়ে জরুরি। কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

২ দিন আগে

রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিতে সবকিছু করবে জাতিসংঘ: গুতেরেস

রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিতে সবকিছু করবে জাতিসংঘ: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা জনগণের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় তহবিল নিশ্চিতে সংস্থাটি সম্ভাব্য সবকিছু করবে। শুক্রবার কক্সবাজারের বালুখালী-১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

২ দিন আগে