logo
খবর

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ মার্চ ২০২৫
Copied!
ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী মো. তৌহিদ হোসেন। ছবি: ইউএনবি

ব্যস্ত সফরসূচি নিয়ে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তিনি।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী মো. তৌহিদ হোসেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ একাধিক বৈঠক করতে শুক্রবার ও শনিবারের ব্যস্ত কর্মসূচি নিয়ে ঢাকায় এসেছেন। তিনি রবিবার সকালে ঢাকা ত্যাগ করবেন।

গুতেরেস শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত ঊর্ধ্বতন প্রতিনিধি ড. খলিলুর রহমান একসঙ্গে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পৃথক দুটি বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন।

উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক শুক্রবার দুপুর ১২টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন।

ইউএনআরসি, আরআরআরসি, আইএসসিজির প্রধান সমন্বয়কারী এবং আইওএম-ইউএনএইচসিআর প্রতিনিধির নেতৃত্বে ওয়াচ টাওয়ারে এক ব্রিফিংয়ে রোহিঙ্গা ক্যাম্প ও মিয়ানমার সীমান্তের দৃশ্য দেখানো হবে।

বিশ্ব ব্যাংকের পক্ষ থেকেও ব্রিফিং করা হবে। এতে শরণার্থীদের মধ্যে অবকাঠামো এবং মানব পুঁজি বিনিয়োগ জোরদারে আইএফআইগুলোর ভূমিকা তুলে ধরা হবে।

এ ছাড়া, ব্রিফিংয়ে দুর্যোগ প্রশমন ও সেবা প্রদানের সমন্বিত পন্থা তুলে ধরা হবে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তারা আশা করছেন রোহিঙ্গা শিবিরে তাদের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে ১ লাখ রোহিঙ্গা শরণার্থী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন।

মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার স্বীকৃতি হিসেবে শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে ইফতারে অংশ নেবেন গুতেরেস ও ড. ইউনূস।

শুক্রবার রাতে কক্সবাজার থেকে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

শনিবার জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের নতুন সাধারণ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করবেন এবং ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনী দেখবেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত থাকতে পারেন।

গুতেরেস জাতিসংঘের কান্ট্রি টিমের সদস্য এবং জাতিসংঘের সকল কর্মীদের সঙ্গে একটি বৈঠকেও যোগ দেবেন।

তিনি সংস্কার সম্পর্কিত একটি গোলটেবিল আলোচনায় অংশ নিতে পারেন এবং শনিবার তরুণদের সঙ্গে পৃথক সংলাপে অংশ নেবেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় সুশীল সমাজের সঙ্গেও বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।

প্রধান উপদেষ্টা ইউনূস আয়োজিত ইফতার ও নৈশভোজে যোগদানের আগে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি যৌথ সংবাদ সম্মেলনের সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘ মহাসচিবের রবিবার সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত ঊর্ধ্বতন প্রতিনিধি ড. খলিলুর রহমান।

আরও পড়ুন

আরও পড়ুন

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’

১৮ ঘণ্টা আগে

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।

২ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকায় অবৈধভাবে অবস্থানরত  ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত প্রচেষ্টায় প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

৩ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থানে আমিরাতে আটক অবশিষ্ট বন্দীর মুক্তির বিষয়ে প্রবাসী মন্ত্রণালয়ের উদ্যোগ

জুলাই গণঅভ্যুত্থানে আমিরাতে আটক অবশিষ্ট বন্দীর মুক্তির বিষয়ে প্রবাসী মন্ত্রণালয়ের উদ্যোগ

২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে সংযুক্ত আরব আমিরাতে আটককৃতদের মধ্য থেকে ইতিমধ্যে ১৮৮ জন দেশে ফিরে এলেও এখনো আবুধাবি কারাগারে আটক আছে ২৫ জন প্রবাসী। তাদের মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কুটনৈতিক ও আইনী প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

৫ দিন আগে