
বিডিজেন ডেস্ক

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিসে উপসচিব মো. কামরুল ইসলামকে নতুন কাউন্সিলর (হজ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের রোববারের (১৭ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ৪ বছরের জন্য এ নিয়োগ আদেশ জারি করা হয়েছে।
এ নিয়োগের মধ্য দিয়ে কামরুল ইসলাম বর্তমান কাউন্সেলর (হজ) যুগ্ম সচিব মো. জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
জেদ্দায় বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিসে সাংগঠনিক কাঠামোতে উপসচিব পদমর্যাদার পঞ্চম গ্রেডের 'কাউন্সেলর (হজ)' পদে ২০২০ সালের ১ নভেম্বর নিয়োগপ্রাপ্ত মো. জহিরুল ইসলামের নির্ধারিত চাকরির ৪ বছর মেয়াদ শেষ হয় ২০২৪ সালে। এ পদে নিয়োগের জন্য একই বছর ৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছিল।

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিসে উপসচিব মো. কামরুল ইসলামকে নতুন কাউন্সিলর (হজ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের রোববারের (১৭ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ৪ বছরের জন্য এ নিয়োগ আদেশ জারি করা হয়েছে।
এ নিয়োগের মধ্য দিয়ে কামরুল ইসলাম বর্তমান কাউন্সেলর (হজ) যুগ্ম সচিব মো. জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
জেদ্দায় বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিসে সাংগঠনিক কাঠামোতে উপসচিব পদমর্যাদার পঞ্চম গ্রেডের 'কাউন্সেলর (হজ)' পদে ২০২০ সালের ১ নভেম্বর নিয়োগপ্রাপ্ত মো. জহিরুল ইসলামের নির্ধারিত চাকরির ৪ বছর মেয়াদ শেষ হয় ২০২৪ সালে। এ পদে নিয়োগের জন্য একই বছর ৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছিল।
মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমাপ্রাপ্ত সব বাংলাদেশি ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। তারা ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত জুলাই আন্দোলনের সময় আমিরাতে আটক হয়েছিলেন।
সংলাপে মূলত ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো—বায়রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের পরিকল্পনা, নৈতিক নিয়োগ নিশ্চিতকরণে প্রার্থীদের অঙ্গীকার এবং বাংলাদেশে ও গন্তব্য দেশসমূহে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকরণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খলিলুর রহমান আমেরিকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষিপণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের আমেরিকায় ভ্রমণ সহজ করার অনুরোধ জানান।