বিডিজেন ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চার থানায় দায়ের হওয়া পৃথক পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৫ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এসব মামলায় গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন- সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তার দেখানো মামলার মধ্যে রাজধানীর মিরপুর মডেল থানা ও উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আনিসুল হককে এবং মিরপুর থানার একই মামলায় সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ব্যারিস্টার সুমনকে খিলগাঁও থানার হত্যা মামলায় এবং লালবাগ থানার হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুনানিকালে তাদের কারাগার থেকে আদালতে আনা হয়। গ্রেপ্তার দেখানোর পর সবাইকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
পৃথক মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আনিসুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন। ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সময়ই তাঁকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী করা হয়। এরপর থেকে ৫ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন।
২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। এরপর তাঁকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা নিয়োগ দেন শেখ হাসিনা। এরপর থেকে সরকার পতনের আগ পর্যন্ত তিনি বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
কামাল আহমেদ মজুমদার সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কামাল মজুমদার ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মোহনা টিভিরও চেয়ারম্যান।
ব্যারিস্টার সুমন দ্বাদশ জাতীয় সংসদের হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
জাহাঙ্গীর আলম এ বছরের ৭ জানুয়ারির নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হন। ১৪ আগস্ট তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চার থানায় দায়ের হওয়া পৃথক পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৫ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এসব মামলায় গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন- সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তার দেখানো মামলার মধ্যে রাজধানীর মিরপুর মডেল থানা ও উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আনিসুল হককে এবং মিরপুর থানার একই মামলায় সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ব্যারিস্টার সুমনকে খিলগাঁও থানার হত্যা মামলায় এবং লালবাগ থানার হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুনানিকালে তাদের কারাগার থেকে আদালতে আনা হয়। গ্রেপ্তার দেখানোর পর সবাইকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
পৃথক মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আনিসুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন। ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সময়ই তাঁকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী করা হয়। এরপর থেকে ৫ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন।
২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। এরপর তাঁকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা নিয়োগ দেন শেখ হাসিনা। এরপর থেকে সরকার পতনের আগ পর্যন্ত তিনি বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
কামাল আহমেদ মজুমদার সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কামাল মজুমদার ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মোহনা টিভিরও চেয়ারম্যান।
ব্যারিস্টার সুমন দ্বাদশ জাতীয় সংসদের হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
জাহাঙ্গীর আলম এ বছরের ৭ জানুয়ারির নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হন। ১৪ আগস্ট তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী, শিশুসহ অটোরিকশার যাত্রী ৬ জন দগ্ধ হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে চৌমুহনী পৌরসভার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। এ ছাড়া, সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেলের বাসাতেও হামলা হয়েছে।
সংস্কার ও নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বাংলাদেশ ইসলামি উগ্রপন্থীদের উত্থান নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদনকে বিভ্রান্তিকর হিসেবে আখ্যায়িত করেছে।