নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন ভিসা নীতি গ্রহণ করায় গত জুলাইয়ের পর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রক্রিয়া জটিল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘স্বার্থ বিবেচনায় বিভিন্ন দেশ তাদের ভিসা পলিসি গ্রহণ করে। জুলাইয়ের আগেই সংযুক্ত আরব আমিরাত নতুন ভিসা পলিসি গ্রহণ করেছে। এতে জুলাইয়ের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে। শুধু বাংলাদেশ নয় আরব আমিরাত আরও কিছু দেশের ক্ষেত্রেও ভিসা সংকুচিত করেছে।’
মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। সরকারি হিসেবে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী দেশটির বিভিন্ন খাতে কাজ করছেন। তবে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় ২০১২ সালে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় আরব আমিরাত। ২০২০ সালে ভিসা পুনরায় চালু হলেও শ্রম ভিসা বন্ধই ছিল। সম্প্রতি বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসাও বন্ধ করে দেয় দেশটি।
ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পেতে জটিলতার বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘যেখানে স্বার্থটা বেশি, সেখানে ফিজিক্যাল প্রেজেন্সটা তারা (ইউরোপ) রাখে বেশি। তারপরেও এখানে ১৩টি ইউরোপীয় দেশের দূতাবাস আছে। একেবারেই যে খারাপ আছে তা না।’
আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করবেন বলেও ব্রিফিংয়ে জানান রফিকুল ইসলাম।
নতুন ভিসা নীতি গ্রহণ করায় গত জুলাইয়ের পর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রক্রিয়া জটিল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘স্বার্থ বিবেচনায় বিভিন্ন দেশ তাদের ভিসা পলিসি গ্রহণ করে। জুলাইয়ের আগেই সংযুক্ত আরব আমিরাত নতুন ভিসা পলিসি গ্রহণ করেছে। এতে জুলাইয়ের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে। শুধু বাংলাদেশ নয় আরব আমিরাত আরও কিছু দেশের ক্ষেত্রেও ভিসা সংকুচিত করেছে।’
মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। সরকারি হিসেবে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী দেশটির বিভিন্ন খাতে কাজ করছেন। তবে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় ২০১২ সালে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় আরব আমিরাত। ২০২০ সালে ভিসা পুনরায় চালু হলেও শ্রম ভিসা বন্ধই ছিল। সম্প্রতি বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসাও বন্ধ করে দেয় দেশটি।
ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পেতে জটিলতার বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘যেখানে স্বার্থটা বেশি, সেখানে ফিজিক্যাল প্রেজেন্সটা তারা (ইউরোপ) রাখে বেশি। তারপরেও এখানে ১৩টি ইউরোপীয় দেশের দূতাবাস আছে। একেবারেই যে খারাপ আছে তা না।’
আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করবেন বলেও ব্রিফিংয়ে জানান রফিকুল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, 'কখন আপনার সংস্কার শেষ হবে, কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা জনগণ জানতে চায়।'
আওয়ামী লীগের দোসর নয়, হয়তো সমর্থন করে, এমন ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের ফেরিঘাট এলাকা থেকে র্যাব পরিচয়ে দুই সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। অপহরণের শিকার প্রবাসীরা হলেন—জমিস শেখ ও সুজন খান।
ক্ষুদ্রঋণের সাফল্যের কথা তুলে ধরে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য তিনি ‘মাইক্রো ক্রেডিট রেগুলেটরি’ আইন প্রণয়নেরও প্রস্তাব দিয়েছেন।