logo
খবর

জুলাইয়ের পর আমিরাতের ভিসা জটিল হয়েছে: পররাষ্ট্র মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা০৫ ডিসেম্বর ২০২৪
Copied!
জুলাইয়ের পর আমিরাতের ভিসা জটিল হয়েছে: পররাষ্ট্র মুখপাত্র

নতুন ভিসা নীতি গ্রহণ করায় গত জুলাইয়ের পর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রক্রিয়া জটিল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘স্বার্থ বিবেচনায় বিভিন্ন দেশ তাদের ভিসা পলিসি গ্রহণ করে। জুলাইয়ের আগেই সংযুক্ত আরব আমিরাত নতুন ভিসা পলিসি গ্রহণ করেছে। এতে জুলাইয়ের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে। শুধু বাংলাদেশ নয় আরব আমিরাত আরও কিছু দেশের ক্ষেত্রেও ভিসা সংকুচিত করেছে।’

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। সরকারি হিসেবে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী দেশটির বিভিন্ন খাতে কাজ করছেন। তবে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় ২০১২ সালে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় আরব আমিরাত। ২০২০ সালে ভিসা পুনরায় চালু হলেও শ্রম ভিসা বন্ধই ছিল। সম্প্রতি বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসাও বন্ধ করে দেয় দেশটি।

ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পেতে জটিলতার বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘যেখানে স্বার্থটা বেশি, সেখানে ফিজিক্যাল প্রেজেন্সটা তারা (ইউরোপ) রাখে বেশি। তারপরেও এখানে ১৩টি ইউরোপীয় দেশের দূতাবাস আছে। একেবারেই যে খারাপ আছে তা না।’

আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করবেন বলেও ব্রিফিংয়ে জানান রফিকুল ইসলাম।

আরও পড়ুন

লিটন-তানজিদের সেঞ্চুরিতে ভাঙল যত রেকর্ড

লিটন-তানজিদের সেঞ্চুরিতে ভাঙল যত রেকর্ড

লিটন দাস সেঞ্চুরি করেছেন। তানজিদ হাসানও সেঞ্চুরি করেছেন। দুজনের সেঞ্চুরিতে সিলেটে ঢাকা ক্যাপিটালস–দুর্বার রাজশাহী ম্যাচে একের পর এক হয়েছে রেকর্ডের পর রেকর্ড। রান তাড়ায় ১০৫ রানে অলআউট হয়ে রেকর্ড ১৪৯ রানে হেরেছে দুর্বার রাজশাহী।

১ ঘণ্টা আগে

চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার পর জ্বলে উঠলেন লিটন

চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার পর জ্বলে উঠলেন লিটন

বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন, স্বীকৃত টি–টোয়েন্টিতেই তাঁর প্রথম। সেই সেঞ্চুরি এসেছে মাত্র ৪৪ বলে। যাতে ছিল ৮টি চার ও ৭টি ছয়। ১০৪ রানে একটা সুযোগ দিয়েছিলেন, সানজামুল ক্যাচটা নিতে পারেননি। শেষ পর্যন্ত লিটন দাস অপরাজিতই থেকেছেন।

২ ঘণ্টা আগে

বিএনপির নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা

বিএনপির নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

৪ ঘণ্টা আগে

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য নদভীকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হলো

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য নদভীকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হলো

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে ৫ মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

৯ ঘণ্টা আগে