বিডিজেন ডেস্ক
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের যাত্রা ত্বরান্বিত করতে পিকেএসএফের কর্মক্ষেত্র, কর্মপরিধি ও কর্মপন্থায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এর ফলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতি, প্রযুক্তিগত পরিবর্তন, দারিদ্র্য পরিস্থিতির বিবর্তনের সাথে তাল মিলিয়ে মানুষের বহুমুখী চাহিদা পূরণ সম্ভব হবে এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে।
এ লক্ষ্যে রোববার (২২ জুন) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত এক সভায় পিকেএসএফের সাধারণ পর্ষদ ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে খসড়া ‘পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০)’ উপস্থাপন করা হয়।
পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
সভায় জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের বিদ্যমান চাহিদার নিরীখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সময়ের পরিক্রমায় বিবর্তিত চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন নতুন কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন করেছে শীর্ষ এ উন্নয়ন সংস্থা। এসব কার্যক্রম বাস্তবায়নের মান, কার্যকারিতা এবং ফলাফলের প্রেক্ষিতে পিকেএসএফ আজ দেশে-বিদেশে সমাদৃত। তবে, বিদ্যমান আর্থ-সামাজিক, প্রাযুক্তিক ও দারিদ্র্য পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুনত্ব আনার সুযোগ রয়েছে মনে করে পিকেএসএফ। এ লক্ষ্যেই ‘পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০)’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ খসড়া কৌশলগত পরিকল্পনার ওপর উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফের মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান।
এর আগে, গত ১৭ জুন পিকেএসএফ ভবনে আয়োজিত ‘পিকেএসএফ কৌশল ২০৩০’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞবৃন্দ খসড়া এ কৌশলগত পরিকল্পনা পর্যালোচনা করেন। তারা পিকেএসএফের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং খসড়া কৌশলগত পরিকল্পনা বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
বাস্তবায়িত হলে ‘পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০)’ দেশের সুবিধাবঞ্চিত, নিম্ন-আয়ের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারাকে আরও বেগবান করবে বলে সভায় বক্তারা আশা প্রকাশ করেন। কৌশলগত পরিকল্পনাটি আগামী ২৯ জুন অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের যাত্রা ত্বরান্বিত করতে পিকেএসএফের কর্মক্ষেত্র, কর্মপরিধি ও কর্মপন্থায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এর ফলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতি, প্রযুক্তিগত পরিবর্তন, দারিদ্র্য পরিস্থিতির বিবর্তনের সাথে তাল মিলিয়ে মানুষের বহুমুখী চাহিদা পূরণ সম্ভব হবে এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে।
এ লক্ষ্যে রোববার (২২ জুন) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত এক সভায় পিকেএসএফের সাধারণ পর্ষদ ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে খসড়া ‘পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০)’ উপস্থাপন করা হয়।
পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
সভায় জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের বিদ্যমান চাহিদার নিরীখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সময়ের পরিক্রমায় বিবর্তিত চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন নতুন কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন করেছে শীর্ষ এ উন্নয়ন সংস্থা। এসব কার্যক্রম বাস্তবায়নের মান, কার্যকারিতা এবং ফলাফলের প্রেক্ষিতে পিকেএসএফ আজ দেশে-বিদেশে সমাদৃত। তবে, বিদ্যমান আর্থ-সামাজিক, প্রাযুক্তিক ও দারিদ্র্য পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুনত্ব আনার সুযোগ রয়েছে মনে করে পিকেএসএফ। এ লক্ষ্যেই ‘পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০)’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ খসড়া কৌশলগত পরিকল্পনার ওপর উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফের মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান।
এর আগে, গত ১৭ জুন পিকেএসএফ ভবনে আয়োজিত ‘পিকেএসএফ কৌশল ২০৩০’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞবৃন্দ খসড়া এ কৌশলগত পরিকল্পনা পর্যালোচনা করেন। তারা পিকেএসএফের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং খসড়া কৌশলগত পরিকল্পনা বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
বাস্তবায়িত হলে ‘পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০)’ দেশের সুবিধাবঞ্চিত, নিম্ন-আয়ের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারাকে আরও বেগবান করবে বলে সভায় বক্তারা আশা প্রকাশ করেন। কৌশলগত পরিকল্পনাটি আগামী ২৯ জুন অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি
গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে বিশকেক থেকে দেশে ফিরেছেন।
নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ ছাড়া, রাশিয়া ও ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি সেনা পাঠাতে জাতিসংঘ প্রস্তাব দিলে সম্মতি জানানো হবে বলে জানান তিনি।
কাতারে ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ধরনের কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালারও পরিপন্থী।’
নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে কাঠমান্ডুর বাংলাদেশের দূতাবাস।