logo
খবর

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও হাউজফুল বরবাদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ এপ্রিল ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও হাউজফুল বরবাদ
বাংলাদেশে সফলতার পর ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ চলেছে শাকিব খান অভিনীত বরবাদ। ছবি: দ্য ডেইলি স্টার

বাংলাদেশে সফলতার পর ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ চলেছে শাকিব খান অভিনীত বরবাদ। মুক্তির প্রথম সপ্তাহে দেশটির বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে সাড়া ফেলে সিনেমাটি।

খবর দ্য ডেইলি স্টারের।

সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহেও যুক্তরাষ্ট্রের নতুন আরও কয়েকটি স্টেটে চলছে এটি। সেখানে সব শো হাউজফুল যাচ্ছে।

এই তথ্য জানিয়েছেন পরিবেশক এসকে ফিল্মস ইউএসএ-এর সিইও বদরুদ্দোজা সাগর।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিউইয়র্কে সিনেমাস সিনেমার্ট, কিউ গার্ডেন, বাফেলো, বার্লিংটন, নিউ জার্সি, কানেকটিকাট, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া, বোস্টন, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়াতে বরবাদ প্রদর্শিত হচ্ছে দ্বিতীয় সপ্তাহেও।'

তিনি আরও বলেন, 'ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, ফ্লোরিডা, মায়ামিতে নতুন করে চলছে বরবাদ। আসলে আমরা যে থিয়েটারগুলোতে দিচ্ছি সবগুলো থেকে প্রত্যাশিত বিজনেস পাচ্ছি, আশা রাখছি আগামীতেও দর্শকদের উপস্থিতি সমান্তরাল থাকবে। এর আগে অনেক বাংলা সিনেমা নর্থ আমেরিকায় বহু থিয়েটারে রিলিজ করলেও ব্যবসা হয়নি।'

মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল।

দর্শকনন্দিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।

এ ছাড়া, আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের অভিনেত্রী নুসরাত জাহান।

'বরবাদ' সিনেমাটি ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। মে-এর দ্বিতীয় সপ্তাহে 'বরবাদ' চলবে মালয়েশিয়াতে।

সূত্র: দ্য ডেইলি স্টার

আরও পড়ুন

আরও দেখুন

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।

১ দিন আগে

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।

২ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ২৫ বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ২৫ বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমাপ্রাপ্ত সব বাংলাদেশি ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। তারা ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত জুলাই আন্দোলনের সময় আমিরাতে আটক হয়েছিলেন।

২ দিন আগে

বায়রার পরিচালনা পর্ষদের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে রামরুর সংলাপ

বায়রার পরিচালনা পর্ষদের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে রামরুর সংলাপ

সংলাপে মূলত ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো—বায়রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের পরিকল্পনা, নৈতিক নিয়োগ নিশ্চিতকরণে প্রার্থীদের অঙ্গীকার এবং বাংলাদেশে ও গন্তব্য দেশসমূহে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকরণ।

৩ দিন আগে