logo
খবর

হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামে সাবেক মন্ত্রীর ছেলে কারাগারে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ জানুয়ারি ২০২৫
Copied!
হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামে সাবেক মন্ত্রীর ছেলে কারাগারে
আব্দুল লতিফ টিপু। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রীর ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম আব্দুল লতিফ টিপু (৫৯)।

খবর আজকের পত্রিকার।

সোমবার (২০ জানুয়ারি) পুলিশ তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে রোববার রাতে নগরীর ব্যাটারি গলি থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।

আব্দুল লতিফ মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী প্রয়াত এম এ মান্নানের বড় ছেলে। লতিফের আরেক ভাই দিদারুল আলম দিদার যুবলীগের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রোববার রাতে আব্দুল লতিফ টিপুকে গ্রেপ্তারের পর আজ (সোমবার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় ২০২৪ সালের ১০ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলার অভিযুক্ত হিসেবে টিপুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে টিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৩ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৪ দিন আগে

আমেরিকা-কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন আজ রাতে শুরু হচ্ছে

আমেরিকা-কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন আজ রাতে শুরু হচ্ছে

আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

৪ দিন আগে