logo
খবর

কবিতা: সুইসাইড নোট

শরীফুল আলম
শরীফুল আলম১৫ জুলাই ২০২৫
Copied!
কবিতা: সুইসাইড নোট

একটি শান্ত আকাশে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মিসাইল

বোমারু বিমান, ব্যাংকার ব্লাস্টার, ক্ষেপণাস্ত্র,

একদিকে মারাঠা অন্যদিকে বর্গী

নগর সভ্যতা কালো ধোয়ায় আজ আচ্ছাদিত

বিত্তান্ত বড়ই বিসৃত।

পুরো অক্ষাংশজুড়ে আজ দামামা বাজছে

শব্দ সৈকতে শিলাবৃষ্টি

তাম্রলিপিতে লেখা হবে তোমাদের নাম, তোমাদের কৃত্তি।

একদিকে হরিতকী অন্যদিকে জলপাই

নষ্ট প্রাসাদে আজ ভোরের সারস

ভূমধ্যসাগরে আজ নয়ন জুড়ানো তারার মেলা

বিকল্প মঞ্চে অভিষেক কার হবে আজ?

রাখাল বালক কিম্বা নরক বাহিত প্রশ্ন

একটি নতুন ভোরের দেখা হবে

পৃথিবী যেখানে আজ পথ আর আঁধারের মুখোমুখি।

মধ্যপ্রাচ্যে এখন সূর্য ঢলে পড়ছে,

মেসোপটেমিয়ার আকাশে রাষ্ট্রপ্রধান যুদ্ধ বাঁধায়

ধ্বংস করে নগরী, ধ্বংস করে সভ্যতা

ধ্বংসাবশেষ পড়ে থাকে ধ্বংসের পরে

তোমরা যাকে বল দক্ষ ধ্বংস

সাইরেন, অ্যাম্বুলেন্সের দিগ্বিদিক ছুটাছুটি।

একদিন কলকারখানায় তৈরি হবে মানুষের কৃত্রিম অঙ্গ

মানচিত্র বদলে হবে লাল, নীল, বেগুনী,

কবে মিসাইলের বদলে উড়ে যাবে একখণ্ড মেঘ

স্বাভাবিক নিয়মে,

গোলাবারুদ নয়, ছুঁড়ে দেব নিজের প্রাণ

রক্ষা করব আমাদের আরব সংস্কৃতি।

রসালো রুটিতে আজ ড্রোন মারে সাম্রাজ্যবাদ

রাডারে অনুজীবী

একের পর এক ভিসাহীন নীল ট্যাংক আরব জাহানে,

লড়াই করছে কমরেড একাই

স্বজাতির প্রতি আরও চাই ঘৃণা

কমরেড, লাল সালাম তোমাকে।

আমি চাই না আর কোনো শান্তিচুক্তি কিম্বা ভেটো

আমি চাই না আর ফিরে যেতে পাহাড়ে

বিপক্ষের অজস্র কার্তুজ বুক ঝাঁঝরা করে তা করুক আমাকে।

শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

[email protected]

আরও দেখুন

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

৩ দিন আগে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

৩ দিন আগে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৭ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৭ দিন আগে