logo
খবর

ইন্দোনেশিয়ায় ট্রেড এক্সপোতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ অক্টোবর ২০২৫
Copied!
ইন্দোনেশিয়ায় ট্রেড এক্সপোতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ

ইন্দোনেশিয়ার তাংগেরাংয়ে ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ৪০তম ট্রেড এক্সপো ইন্দোনেশিয়ায় (টিইআই) অংশ নিয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি উদ্যোক্তা। ঢাকায় নিয়োজিত ইন্দোনেশিয়ার দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশি উদ্যোক্তারা ট্রেড এক্সপোতে অংশগ্রহণ করেন।

ঢাকার নিয়োজিত ইন্দোনেশিয়া দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্দোনেশিয়ার দূতাবাসের এই উদ্যোগ ছিল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ইন্দোনেশিয়ার রপ্তানি সম্ভাবনা প্রচারের ক্ষেত্রে দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এর মাধ্যমে বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য অংশীদারত্ব আরও শক্তিশালী হয়েছে।

Trade Expo Indonesia 2

এক্সপোতে ইন্দোনেশিয়া ও বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই চুক্তি বস্ত্র, কৃষিভিত্তিক পণ্য, ওষুধশিল্প ও ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা অন্তর্ভুক্ত করেছে। চুক্তিগুলো দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়াবে এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

Trade Expo Indonesia 3

ট্রেড এক্সপো ইন্দোনেশিয়ায় (২০২৫) বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ ইন্দোনেশিয়ার বহুমুখী পণ্য ও বিনিয়োগ সুযোগ অন্বেষণে তাদের গভীর আগ্রহ প্রদর্শন করেছে। পাশাপাশি, এটি সরাসরি ব্যবসা-টু-ব্যবসা (B2B) বৈঠক, পণ্য সংগ্রহ এবং ইন্দোনেশিয়ান রপ্তানিকারকদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের একটি প্ল্যাটফর্ম সরবরাহ করেছে।

Trade Expo Indonesia 4

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণে ইন্দোনেশিয়ার দূতাবাসের সহায়তা পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার যৌথ দৃষ্টিভঙ্গিতে অবদান রাখার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

Trade Expo Indonesia 5

তিনি বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ যে, ইন্দোনেশিয়া ও বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান উভয়েই আরও দৃঢ় সহযোগিতা, টেকসই অংশীদারত্ব এবং বাড়তি বাণিজ্য প্রবাহ থেকে উপকৃত হবে।’

Trade Expo Indonesia 6

দূতাবাসের অর্থনৈতিক শাখা ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় ও অন্য সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, যাতে এক্সপো চলাকালে লজিস্টিকস, ব্যবসায়িক মিলনমেলা এবং প্রচারমূলক অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সমন্বিত হয়।

ট্রেড এক্সপো ইন্দোনেশিয়া এখনো ইন্দোনেশিয়ার প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। যা উচ্চমানের পণ্য, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনকে বৈশ্বিক বাজারে উপস্থাপন করে। এ বছর বাংলাদেশি উদ্যোক্তাদের সফল সম্পৃক্ততা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ককে আবারও দৃঢ়ভাবে প্রতিফলিত করেছে।

আরও দেখুন

ঢাকায় তারেক রহমান

ঢাকায় তারেক রহমান

সপরিবারের ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইনসের নিয়মিত ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

৩ ঘণ্টা আগে

দেশের মাটিতে তারেক রহমান

দেশের মাটিতে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইনসের নিয়মিত ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার ৯টা ৫৭ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

৫ ঘণ্টা আগে

প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য সরকারি বৃত্তি, আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর

প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য সরকারি বৃত্তি, আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর

বৃত্তির জন্য আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে।

৩ দিন আগে

‘দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই বিডিপিএফের লক্ষ্য'

‘দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই বিডিপিএফের লক্ষ্য'

সংগঠনের সদস্য সচিব ড. আতিকুর রহমান বলেন, "শিক্ষা সমাজ ও রাষ্ট্রের টেকসই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলেও কেবল ডিগ্রি অর্জন যথেষ্ট নয়, সেই জ্ঞানকে বাস্তব উন্নয়নের সঙ্গে যুক্ত করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য সামনে রেখেই বিডিপিএফ গবেষণা ও প্রশিক্ষণভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।"

৪ দিন আগে