পাকিস্তানে ভারতের হামলা
বিডিজেন ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা হামলা করে ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। একই সঙ্গে কাশ্মীরসংলগ্ন ভারতের কয়েকটি সেনা ঘাঁটিতেও হামলা করেছে পাকিস্তান। এই সময় পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশের ২ ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএল খেলতে পাকিস্তানে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ফাস্ট বোলার নাহিদ রানা। এ মৌসুমে পিএসএলে খেলার জন্য বিসিবি তিন বাংলাদেশি ক্রিকেটারকে ছাড়পত্র দেয়। রিশাদ, রানার সঙ্গে ছাড়পত্র পান ব্যাটসম্যান লিটন দাসও। কিন্তু পিএসএলের আগেই চোটে পড়ায় তাঁর সেখানে যাওয়া হয়নি। রিশাদ লাহোর কালান্দার্স ও নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলছেন।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ২৬ জন নিহত এবং অনেক আহত হয়েছে। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের ২ ক্রিকেটারের সঙ্গে বিসিবি যোগাযোগ রাখছে। পাকিস্তানে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনও তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরীর বরাতে বাংলাদেশের একটি গণমাধ্যম তথ্যটি জানিয়েছে। বিসিবি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে ২ ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনবে বোর্ড।
এদিকে এ মাসেই ৫টি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরের কথা আছে বাংলাদেশে ক্রিকেট দলের। এই পরিস্থিতিতে সফরটি আদৌ হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি বিসিবি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা হামলা করে ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। একই সঙ্গে কাশ্মীরসংলগ্ন ভারতের কয়েকটি সেনা ঘাঁটিতেও হামলা করেছে পাকিস্তান। এই সময় পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশের ২ ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএল খেলতে পাকিস্তানে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ফাস্ট বোলার নাহিদ রানা। এ মৌসুমে পিএসএলে খেলার জন্য বিসিবি তিন বাংলাদেশি ক্রিকেটারকে ছাড়পত্র দেয়। রিশাদ, রানার সঙ্গে ছাড়পত্র পান ব্যাটসম্যান লিটন দাসও। কিন্তু পিএসএলের আগেই চোটে পড়ায় তাঁর সেখানে যাওয়া হয়নি। রিশাদ লাহোর কালান্দার্স ও নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলছেন।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ২৬ জন নিহত এবং অনেক আহত হয়েছে। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের ২ ক্রিকেটারের সঙ্গে বিসিবি যোগাযোগ রাখছে। পাকিস্তানে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনও তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরীর বরাতে বাংলাদেশের একটি গণমাধ্যম তথ্যটি জানিয়েছে। বিসিবি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে ২ ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনবে বোর্ড।
এদিকে এ মাসেই ৫টি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরের কথা আছে বাংলাদেশে ক্রিকেট দলের। এই পরিস্থিতিতে সফরটি আদৌ হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি বিসিবি।
এ মুহূর্তে পিএসএল খেলতে পাকিস্তানে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় বিসিবি।
জন্ম নিবন্ধন, পাসপোর্ট আগেই পেয়ে গিয়েছিলেন। পেয়ে গেছেন কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। কাল জার্সিতে খেলার ব্যাপারে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্রও পেয়ে গেছেন শমিত সোম। তিনি এখন থেকে বাংলাদেশের।
২০২৫ সালটি হয়তো বাংলাদেশের জন্য কঠিন হবে। গত বছর, এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে দেশটি। ছাত্র-জনতা এক স্বৈরশাসককে হটিয়ে দেয়, আর পুরো দেশ পড়ে যায় বিশৃঙ্খলার মুখোমুখি। এরপর, যখন নতুন সরকার অর্থনীতি সামাল দিতে ব্যস্ত, তখনই আসে আরেক দুঃসংবাদ।
দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রণি নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে গুলিতে নিহত হন তিনি।