বিডিজেন ডেস্ক
জুলাই মাসে যুক্তরাষ্ট্র গেছেন ঢালিউডের নায়ক শাকিব খান। এর কিছুদিন পর শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে গেছেন শবনম বুবলী।
রোববার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বুবলী।
ছবিতে দেখা যাচ্ছে ছেলে বীরকে নিয়ে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী।
উল্লেখ্য, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সেই সময় নিউইয়র্ক, নায়াগ্রাসহ আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা।
দেশে ফিরে শাকিব বলেছিলেন, 'আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি। সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেব।'
শাকিব খান চলতি মাসের শেষে দেশে ফিরবেন বলে জানা গেছে।
জুলাই মাসে যুক্তরাষ্ট্র গেছেন ঢালিউডের নায়ক শাকিব খান। এর কিছুদিন পর শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে গেছেন শবনম বুবলী।
রোববার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বুবলী।
ছবিতে দেখা যাচ্ছে ছেলে বীরকে নিয়ে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী।
উল্লেখ্য, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সেই সময় নিউইয়র্ক, নায়াগ্রাসহ আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা।
দেশে ফিরে শাকিব বলেছিলেন, 'আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি। সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেব।'
শাকিব খান চলতি মাসের শেষে দেশে ফিরবেন বলে জানা গেছে।
নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরিদপ্তরের উপপরিচালক মিঠু ভৌমিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচক এলাকার একটি পুকুর থেকে রোববার (১৩ অক্টোবর) লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’
মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।