logo
খবর

পোস্টাল ভোট বিডি: কী এই হাইব্রিড সল্যুশন

প্রতিবেদক, বিডিজেন৩ ঘণ্টা আগে
Copied!
পোস্টাল ভোট বিডি: কী এই হাইব্রিড সল্যুশন

প্রবাসে অবস্থান, আইনের আওতাভুক্ত ব্যক্তি অথবা ভোট আয়োজনে যুক্ত হয়ে ভোটাধিকার বঞ্চিতদের সংখ্যা নগণ্য নয়। এই ভোট বঞ্চিতদের জন্য তথ্য প্রযুক্তি ও ডাকের সমন্বয়ে ‘পোস্টাল ব্যালট অ্যাপ’ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে, পরে ডাকযোগে ভোট দেওয়ার এ উদ্যোগকে ‘হাইব্রিড’ সমাধান বলছে ইসি। পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়ে প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি হিসেবে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এ অ্যাপ উদ্বোধন করেন।

প্রথম দিন বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি দূত ও প্রতিনিধিরা অনলাইনে নিবন্ধন করেন। আজ বুধবার পূর্ব এশিয়ার চার দেশের প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ১৪৩টি দেশের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ শুরু হচ্ছে।

এ উদ্যোগের মাধ্যমে প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত হবে বলে মনে করছে ইসি। সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, “তাদের (প্রবাসী) ভোট দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও বিস্তৃত আরও প্রতিনিধিত্বশীল ও শক্তিশালী হবে।”

Expatriate votes 2

নিবন্ধন ও ভোট প্রদান

মোবাইল অ্যাপ ডাউনলোড, নিবন্ধন, ডাকযোগে ব্যালট পাঠানো, ভোট প্রদান এবং ডাকযোগে ব্যালট ফেরত আসা পর্যন্ত ৫ ধাপে শেষ হবে এ প্রক্রিয়া। প্রবাসী, সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা এবং কয়েদিরা (আইনের আওতাভুক্ত ব্যক্তি) ভোট দিতে পারবেন।

নিবন্ধন ও ভোটদান প্রক্রিয়া নিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকেই প্রচার-প্রচারণা শুরু করেছে ইসি। পৃথক দুটি নির্দেশনা দিয়ে সংস্থাটি প্রবাসীদের কাছে এ নতুন উদ্যোগকে জনপ্রিয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিবন্ধনের জন্য প্রবাসীদের গুগল প্লে স্টোর বা আইফোনের অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর লগইন করে অ্যাকাউন্ট তৈরি করার সময় মোবাইল নম্বর দিতে হবে। সেই নম্বরে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে নম্বর নিশ্চিত করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিয়ে সেলফি তোলা এবং আলাদাভাবে এনআইডির ছবি জমা দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি পাসপোর্ট থাকলে তার ছবিও দিতে হবে। সবশেষে বিদেশে বর্তমান ঠিকানার তথ্য দিলে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।

সিস্টেম থেকে তথ্য যাচাই শেষে অ্যাপে ‘আপনি এখন নিবন্ধিত’ বার্তা দেখা যাবে। এরপর অপেক্ষা থাকবে কেবল ব্যালট পেপারের জন্য।

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় ৩টি খামের ভেতর ব্যালট পাঠানো হবে। একটি খামের ভেতরে থাকবে ব্যালট পেপার, আরেকটিতে আসন নম্বর, রিটার্নিং কর্মকর্তার ঠিকানা উল্লেখ থাকবে। ভোটার ব্যালট পেপারে ভোট দিয়ে দ্বিতীয় খামে ভরে নিকটস্থ পোস্ট বক্সে জমা দিলেই ভোটের প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরেক ধাপে বলা হয়েছে, খাম পাওয়ার পর ভোটারকে তার অ্যাপে লগইন করে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে, নিজের ছবি তুলতে হবে এবং খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এতে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর আসনের সব প্রার্থীর নাম দেখা যাবে। এরপর খাম খুলে ব্যালটে ভোট দিয়ে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। ব্যালট খামে ভরে তা নিকটস্থ পোস্ট অফিসে জমা দিলেই ভোট সম্পন্ন হবে।

অ্যাপ উদ্ধোধন অনুষ্ঠানে মূল প্রবন্ধে নিবন্ধন ও ভোট প্রদানের বিস্তারিত জানান আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রজেক্টের (ওভিসি) প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান। পুরো ভোটিং প্রক্রিয়ার ক্রমধারা তুলে ধরেন তিনি।

Expatriate votes 3

ভোটিং প্রক্রিয়ার ক্রমধারা

পোস্টাল ভোট বিডির প্রচার →নিবন্ধন→ব্যালট পেপার ও তিন ধরনের খাম মুদ্রণ→নির্বাচন কর্মকর্তার উপস্থিতি→পার্সোনালাইজেশন (ডাক বিভাগ)→পোস্টাল ব্যালট পাঠানো শুরু→ব্যালট ট্র্যাকিং→ভোট প্রদান→প্রবাসে কাছাকাছি ডাকবাক্সে খাম রাখা→পোস্টাল ব্যালট ফেরত ও ট্র্যাকিং→ডাক বিভাগ গ্রহণ→রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো→রিটার্নিং অফিসারের গ্রহণ→পোস্টাল ব্যালট ব্যালট বাক্সে রাখা→গণনা এবং শেষ ধাপে ফল ঘোষণা।

নিবন্ধন কোন অঞ্চলে, কবে?

৭টি অঞ্চলে ভাগ করে এই নিবন্ধন প্রক্রিয়া ১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই ৩৫ দিনে ৫ দিন করে নিবন্ধনের সময় দেওয়া হবে। এই প্রক্রিয়া পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা অঞ্চলে চলবে ১৯-২৩ নভেম্বর। উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে নিবন্ধন চলবে ২৪ -২৮ নভেম্বর। ইউরোপে নিবন্ধন চলবে ২৯ নভেম্বর-৩ ডিসেম্বর। মধ্যপ্রাচ্যে নিবন্ধন চলবে ৪-৮ ডিসেম্বর। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে নিবন্ধন চলবে ৯-১৩ ডিসেম্বর।

মধ্যপ্রাচ্য (সৌদি আরব বাদে) ১৪-১৮ ডিসেম্বর। এ ছাড়া, বাংলাদেশের সরকারি কর্মকর্তারা, নির্বাচনী দায়িত্বের কর্মকর্তা, আইনের আওতাধীন ব্যক্তিরা ১৯-২৩ ডিসেম্বর পযন্ত নিবন্ধন করতে পারবেন।

Expatriate votes 4

ওভিসি উদ্যোগ এলো যেভাবে

গত বছরের ২১ নভেম্বর গঠিত এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন কমিশন নাগরিকের ভোটাধিকার নিশ্চিতকে প্রধান এজেন্ডা হিসেবে বার বার উল্লেখ করে আসছিল। অ্যাপ উদ্বোধনের পর এটিকে বাংলাদেশের সর্বজনীন ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য মাইলফলক বলে অভিহিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এ উদ্যোগ বাস্তাবায়নে ‘দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন’ (ওসিভি) শীর্ষক প্রকল্প নেয় ইসি। গত ১৯ আগস্ট জিও জারির মাধ্যমে অনুমোদন ৪৯ কোটি টাকার এক প্রকল্প অনুমোদন দেয় সরকার।

দুই চ্যালেঞ্জ নিয়ে ভাবনা ইসির

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যমাত্রা নিয়েছে ইসি। এ পদ্ধতির চ্যালেঞ্জ নিয়েও ভাবনা রয়েছে সংস্থাটির।

বিশ্বজুড়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রচলিত থাকলেও এর হার নিয়ে শঙ্কা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বিশ্বজুড়ে প্রবাসী ভোটারদের গড় নিবন্ধনের হার ২ দশমিক ৭ শতাংশ। গ্লোবাল ওয়েস্টেজ রেট হলো, ২৪ শতাংশ। প্রতি চারটিতে একটি ব্যালট নষ্ট হয়।

অনলাইনে নিবন্ধন পদ্ধতির ক্ষেত্রে সাইবার নিরাপত্তাও একটি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে।

ইসি সানাউল্লাহর ভাষায়, “এই ধরনের ব্যবস্থার ক্ষেত্রে অন্তত ৫ বছর ট্রায়াল করে দেখা হয়। আমরা ট্রায়াল করেছি এক মাসও হয়নি। তবে আমরা নিশ্চিত করছি, এমন কোনো ত্রুটি যেন না থাকে যা ভোটকে প্রশ্নবিদ্ধ করবে।”

আরও দেখুন

গণভোটে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে ইসির নীতিমালায় স্পষ্ট দিক–নির্দেশনা নেই: পরওয়ার

গণভোটে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে ইসির নীতিমালায় স্পষ্ট দিক–নির্দেশনা নেই: পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “প্রবাসীদের ভোট দেওয়ার সব সিস্টেম বললেন তাহলে গণভোটে সে [প্রবাসী] কীভাবে ভোট দেবে? গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোট তাদের তো ব্যালট আলাদা, সিস্টেম আলাদা। একই সিস্টেমে কীভাবে তারা ঢুকবে?”

১ ঘণ্টা আগে

পোস্টাল ভোট বিডি: কী এই হাইব্রিড সল্যুশন

পোস্টাল ভোট বিডি: কী এই হাইব্রিড সল্যুশন

এ উদ্যোগের মাধ্যমে প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত হবে বলে মনে করছে ইসি। সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, “তাদের (প্রবাসী) ভোট দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও বিস্তৃত আরও প্রতিনিধিত্বশীল ও শক্তিশালী হবে।”

৩ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

ফেরত আসা বেশির ভাগ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা যায়। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ রয়েছে।

১৫ ঘণ্টা আগে

ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষে প্রবাসী নিহত, বাড়িতে আগুন

ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষে প্রবাসী নিহত, বাড়িতে আগুন

আজ শনিবার সকাল ১০টার দিকে কালা-লক্ষ্মীপুর মাঠে বাতুল বিশ্বাস ও সিরাজ মোল্লার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এক পর্যায়ে, সিরাজের সমর্থকেরা মাহবুবকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

৪ দিন আগে