বিডিজেন ডেস্ক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক আইন প্রণয়ন মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করেছে। ফৌজদারি বিচারব্যবস্থার সংস্কার ও গুরুতর লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরে এসে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে এ কথা বলেছে।
হিউম্যান রাইটস ওয়াচের এই বিজ্ঞপ্তি গতকাল বুধবার (২১ মে) সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ১২ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের একটি কঠোর সংশোধনী ব্যবহার করে আওয়ামী লীগের ওপর ‘অস্থায়ী’ নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার ফলে দলটির সমর্থনে সভা, প্রকাশনা এবং অনলাইনে বক্তব্য প্রচার করা যাবে না। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের আমলে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া গুমের ঘটনাগুলো মোকাবিলায় প্রস্তাবিত আইন আন্তর্জাতিক মান পূরণ করে না এবং অতীতের অপরাধের জবাবদিহি নিশ্চিত করতেও ব্যর্থ।
হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি এ বিষয়ে বলেছেন, ‘শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে আইনি ক্ষমতার অপব্যবহার করেছে, কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে একই পদ্ধতি ব্যবহার করলে মৌলিক স্বাধীনতা লঙ্ঘিত হবে।’ তিনি আরও বলেন, ‘গুমসংক্রান্ত প্রস্তাবিত আইন হাসিনা সরকারের আমলে ঘটে যাওয়া শত শত গুমের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য ন্যায়বিচার বা উত্তর প্রদানে খুব কমই কার্যকর।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। এই বিক্ষোভে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে গণতান্ত্রিক নীতি ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা পুনরুদ্ধারের অঙ্গীকার করে। নতুন সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও সাম্প্রতিক এই পদক্ষেপগুলো হতাশাজনক।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের ওপর এই নিষেধাজ্ঞা তত দিন কার্যকর থাকবে, যত দিন না দলের নেতারা তাদের ১৫ বছরের শাসনামলে সংঘটিত অপব্যবহারের জন্য বিচারের মুখোমুখি হচ্ছেন, যা বছরের পর বছর ধরে চলতে পারে। এর ফলে দলটি কার্যত নিষিদ্ধ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকার ‘বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম, যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন ইত্যাদিসহ সব কার্যক্রম’ নিষিদ্ধ করেছে, যা সমর্থকদের বাক্স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতা খর্ব করে। স্বাধীনতার আগে থেকে সক্রিয় আওয়ামী লীগের একটি বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছে।
নিষেধাজ্ঞা ঘোষণার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ এসেছে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর একটি সংশোধনী জারির পর। এই সংশোধনী ট্রাইব্যুনালকে রাজনৈতিক সংগঠনগুলোকে বিচার ও বিলুপ্ত করার ক্ষমতা দিয়েছে। নতুন বিধানে ‘সংগঠন’কে যেকোনো রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট গোষ্ঠী, অথবা যারা তাদের কার্যকলাপ প্রচার বা সমর্থন করে এমন ব্যক্তি হিসাবে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।
এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়েছে, হাসিনা সরকারের অধীনে অপরাধে অভিযুক্তদের যথাযথভাবে বিচার করা উচিত, তবে একটি রাজনৈতিক দলের সমর্থনে যেকোনো বক্তব্য বা কার্যকলাপকে নিষিদ্ধ করা মৌলিক স্বাধীনতার ওপর একটি অত্যধিক বিধিনিষেধ, যা পূর্ববর্তী সরকারের রাজনৈতিক বিরোধীদের ওপর দমন-পীড়নের প্রতিচ্ছবি। ইতিমধ্যেই অভিনেতা, আইনজীবী, গায়ক এবং রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউটররা তাদের ‘ফ্যাসিবাদী হাসিনার শাসনের’ সমর্থক বলে অভিযোগ করে এই গ্রেপ্তারকে ন্যায্যতা দিচ্ছেন।
এদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া গুরুতর অপব্যবহারের ঘটনাগুলো মোকাবিলায় বিলম্ব নিয়ে উদ্বেগ বাড়ছে। ২০২৪ সালের ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকার হাসিনা সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনাগুলো তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠন করে। এর প্রাথমিক প্রতিবেদনে কমিশন জানিয়েছে, তারা ১ হাজার ৬৭৬টি অভিযোগ নথিভুক্ত করেছে এবং প্রায় ২০০ জন ভুক্তভোগীর অবস্থান এখনো অজানা। কমিশন গুমের ‘পদ্ধতিগত নকশা’ বর্ণনা করেছে, যার বেশির ভাগই রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে করা হয়েছিল এবং বাংলাদেশি নিরাপত্তা সংস্থাগুলো পরিচালিত গোপন আটক স্থানগুলোতে সির্যাতন ও অমানবিক অবস্থার ভয়াবহ প্রমাণ উন্মোচিত করেছে।
কমিশন তাদের সব তথ্য-প্রমাণ জমা দেওয়ার জন্য ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় চেয়েছিল। তবে, গুমসংক্রান্ত প্রস্তাবিত আইনে কমিশনের প্রাপ্ত তথ্য-প্রমাণের কোনো ভূমিকার কথা উল্লেখ নেই এবং ‘ব্যাপক’ বা ‘পদ্ধতিগতভাবে’ সংঘটিত গুমের ঘটনাগুলোকে বাদ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের অপর্যাপ্ত সম্পদযুক্ত ও বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারে রাখা হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক আইন প্রণয়ন মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করেছে। ফৌজদারি বিচারব্যবস্থার সংস্কার ও গুরুতর লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরে এসে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে এ কথা বলেছে।
হিউম্যান রাইটস ওয়াচের এই বিজ্ঞপ্তি গতকাল বুধবার (২১ মে) সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ১২ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের একটি কঠোর সংশোধনী ব্যবহার করে আওয়ামী লীগের ওপর ‘অস্থায়ী’ নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার ফলে দলটির সমর্থনে সভা, প্রকাশনা এবং অনলাইনে বক্তব্য প্রচার করা যাবে না। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের আমলে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া গুমের ঘটনাগুলো মোকাবিলায় প্রস্তাবিত আইন আন্তর্জাতিক মান পূরণ করে না এবং অতীতের অপরাধের জবাবদিহি নিশ্চিত করতেও ব্যর্থ।
হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি এ বিষয়ে বলেছেন, ‘শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে আইনি ক্ষমতার অপব্যবহার করেছে, কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে একই পদ্ধতি ব্যবহার করলে মৌলিক স্বাধীনতা লঙ্ঘিত হবে।’ তিনি আরও বলেন, ‘গুমসংক্রান্ত প্রস্তাবিত আইন হাসিনা সরকারের আমলে ঘটে যাওয়া শত শত গুমের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য ন্যায়বিচার বা উত্তর প্রদানে খুব কমই কার্যকর।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। এই বিক্ষোভে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে গণতান্ত্রিক নীতি ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা পুনরুদ্ধারের অঙ্গীকার করে। নতুন সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও সাম্প্রতিক এই পদক্ষেপগুলো হতাশাজনক।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের ওপর এই নিষেধাজ্ঞা তত দিন কার্যকর থাকবে, যত দিন না দলের নেতারা তাদের ১৫ বছরের শাসনামলে সংঘটিত অপব্যবহারের জন্য বিচারের মুখোমুখি হচ্ছেন, যা বছরের পর বছর ধরে চলতে পারে। এর ফলে দলটি কার্যত নিষিদ্ধ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকার ‘বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম, যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন ইত্যাদিসহ সব কার্যক্রম’ নিষিদ্ধ করেছে, যা সমর্থকদের বাক্স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতা খর্ব করে। স্বাধীনতার আগে থেকে সক্রিয় আওয়ামী লীগের একটি বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছে।
নিষেধাজ্ঞা ঘোষণার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ এসেছে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর একটি সংশোধনী জারির পর। এই সংশোধনী ট্রাইব্যুনালকে রাজনৈতিক সংগঠনগুলোকে বিচার ও বিলুপ্ত করার ক্ষমতা দিয়েছে। নতুন বিধানে ‘সংগঠন’কে যেকোনো রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট গোষ্ঠী, অথবা যারা তাদের কার্যকলাপ প্রচার বা সমর্থন করে এমন ব্যক্তি হিসাবে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।
এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়েছে, হাসিনা সরকারের অধীনে অপরাধে অভিযুক্তদের যথাযথভাবে বিচার করা উচিত, তবে একটি রাজনৈতিক দলের সমর্থনে যেকোনো বক্তব্য বা কার্যকলাপকে নিষিদ্ধ করা মৌলিক স্বাধীনতার ওপর একটি অত্যধিক বিধিনিষেধ, যা পূর্ববর্তী সরকারের রাজনৈতিক বিরোধীদের ওপর দমন-পীড়নের প্রতিচ্ছবি। ইতিমধ্যেই অভিনেতা, আইনজীবী, গায়ক এবং রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউটররা তাদের ‘ফ্যাসিবাদী হাসিনার শাসনের’ সমর্থক বলে অভিযোগ করে এই গ্রেপ্তারকে ন্যায্যতা দিচ্ছেন।
এদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া গুরুতর অপব্যবহারের ঘটনাগুলো মোকাবিলায় বিলম্ব নিয়ে উদ্বেগ বাড়ছে। ২০২৪ সালের ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকার হাসিনা সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনাগুলো তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠন করে। এর প্রাথমিক প্রতিবেদনে কমিশন জানিয়েছে, তারা ১ হাজার ৬৭৬টি অভিযোগ নথিভুক্ত করেছে এবং প্রায় ২০০ জন ভুক্তভোগীর অবস্থান এখনো অজানা। কমিশন গুমের ‘পদ্ধতিগত নকশা’ বর্ণনা করেছে, যার বেশির ভাগই রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে করা হয়েছিল এবং বাংলাদেশি নিরাপত্তা সংস্থাগুলো পরিচালিত গোপন আটক স্থানগুলোতে সির্যাতন ও অমানবিক অবস্থার ভয়াবহ প্রমাণ উন্মোচিত করেছে।
কমিশন তাদের সব তথ্য-প্রমাণ জমা দেওয়ার জন্য ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় চেয়েছিল। তবে, গুমসংক্রান্ত প্রস্তাবিত আইনে কমিশনের প্রাপ্ত তথ্য-প্রমাণের কোনো ভূমিকার কথা উল্লেখ নেই এবং ‘ব্যাপক’ বা ‘পদ্ধতিগতভাবে’ সংঘটিত গুমের ঘটনাগুলোকে বাদ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের অপর্যাপ্ত সম্পদযুক্ত ও বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারে রাখা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেছেন, ‘আপনার চালাকি সবাই বোঝে, শুধু আপনি বোঝেন না। নন্দিত হয়ে বিদায় নেন, নিন্দিত হয়ে বিদায় নিয়েন না, জনগণের অধিকার তাদের ফিরিয়ে দিন।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সূত্র জানিয়েছে, সন্ধ্যা ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেন।
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানসহ তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ দাবি জানান।
পৃথিবীর শতাধিক দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সমস্যা সমাধানে ১৩ দফা প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বুধবার এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব দেন।