logo
খবর

চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে হামলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ নভেম্বর ২০২৪
Copied!
চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে হামলা
প্রবাসীর বাড়িতে হামলার সময় আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তি। ছবি: সময় নিউজ

চট্টগ্রামের রাউজানে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

খবর সময় নিউজের।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে জানে আলমের বাড়িতে এ ঘটনা ঘটায় দুষ্কৃতিকারীরা।

এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হামলাকারী তিনজনকে দেখা যায়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। প্রবাসীর বাড়ির দিকে তাদের অস্ত্র তাক করতে দেখা গেছে। ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তদের ১০ থেকে ১৫ জনের একটি দল এসে প্রবাসী জানে আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। মূল ফটক ভেঙে দোতলা ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে।

জানে আলম সময় নিউজকে জানান, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। দেশে এলে তিনি পরিবারসহ শহরের বাসায় থাকেন। শুক্রবার জুমার নামাজের আগে গ্রামের ওই বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে আসার খবর পেয়ে হামলা চালায় দুষ্কৃতিকারীরা।

পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক কৃষ্ণ লাল ঘোষ বলেন, ‘ঘটনার পরপর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। সরেজমিনে হামলা ও ভাঙচুরের আলামত পাওয়া গেছে।’

সূত্র: সময় নিউজ

আরও পড়ুন

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

বন্ধ ঘোষণা করা ২টি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।

২ মিনিট আগে

হার মানা হার

হার মানা হার

যোগ্যতার চাইতে প্রাপ্তি বেশি হয়ে গেলে তখন সে লাগামহীন হয়ে ওঠে। এ অনেকটা মাটি ও খুঁটির মতো অবস্থা। খুঁটি শক্ত না হলে ঘর নড়বড়ে হবে আবার মাটি উর্বর না হলে খাওয়াপড়া জুটবে না। মানুষের চিন্তার সমৃদ্ধির জন্য পড়াশোনা কিংবা জ্ঞানের কোনো বিকল্প নেই।

১ দিন আগে

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

২ দিন আগে

কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মুনিরের সঙ্গে আলাপচারিতা

কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মুনিরের সঙ্গে আলাপচারিতা

কথাসাহিত্যিক ও গবেষক সিরাজুল ইসলাম মুনির সমকালীন বাংলা সাহিত্যাঙ্গনে সুপরিচিত নাম। তাঁর সাহিত্য সৃষ্টির সমৃদ্ধ বহুমাত্রিকতা সৃষ্টি করেছে শক্তিশালী স্বতন্ত্র অবস্থান। সাবলীল শব্দ ব্যঞ্জনার প্রকাশে তিনি ফুটিয়ে তুলেছেন জীবন, দেশাত্মবোধ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন মাত্রাকে।

২ দিন আগে