logo
খবর

দীপাবলি

নিমাই সরকার৮ ঘণ্টা আগে
Copied!
দীপাবলি
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দীপাবলির অনুষ্ঠানের সংগঠক ও উদ্যোক্তারা। ছবি: লেখক

হঠাৎ আলোর ঝলকানি। বাস থেকেই দৃশ্যটি সামনে এল। নেমেই তর তর করে এগিয়ে গেলাম বিশ্ববিদ্যালয়ের সামনে। মনে মনে উচ্চারিত হলো , আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে। ...

আরও এগোই। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদযাপন কমিটি দীপাবলির এই অনুষ্ঠানের আয়োজক। তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন তখন। আমি তাদের কাছে যাই।

একদল শিক্ষার্থী তখন ফুলঝুরি নিয়ে ব্যস্ত। আইল্যান্ডে যাতে সুষম আলো ছড়িয়ে যায় সেদিকে তারা সতর্ক। কেউ আবার আলোর মুচি একস্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিচ্ছেন। এরই মধ্যে রাস্তার রিকশা সামলাতে হচ্ছে।

কী এক মোহনীয় সময়! অমাবস্যার আঁধার ভেদ করে দীপাবলির দীপ জ্বলছে। অন্ধকারের ওপর আলোর, অজ্ঞানতার ওপর জ্ঞানের, দুঃখের ওপর আনন্দের বিজয় ঘোষণা করছে তারা।

দীপাবলি হচ্ছে আলোর উৎসব। দীপা মানে প্রদীপ বা আলো এবং ভালি মানে সারি। সেই অর্থে দীপাবলি বলতে আলোর সারি। এটি মন্দের ওপর ভালোর বিজয় উদ্‌যাপন। একই অর্থে নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় উত্তরণ।

অমাবশ্যার রাত। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এ সম্পর্কে চিত্তাকর্ষক একটি বর্ণনা দিয়েছেন। রাত্রির যে একটি রূপ আছে তাকে পৃথিবীর বন, মাটি, কাদা, জঙ্গল, পাহাড়, সৈকত ইত্যাদি থেকে পৃথক করে দেখা যায়। ভাবা যায় একান্ত করে। তিনি দেখেন, কালো নীলিম আকাশ তলে পৃথিবী জোড় আসন করে বসে আছে। আর সমস্ত বিশ্ব চরাচর তারই অটল শান্তি রক্ষায়।

এটা তেমনি একটি রাত। তবে পার্থক্য আছে, দেশ কেন গোটা পৃথিবী এখন অশান্ত। আর মানুষ এখানে শান্তির অন্বেষায় ব্যস্ত। মহাব্যস্ত।

ঘনিষ্ঠভাবে দেখার চেষ্টা করি তাদের কর্মতৎপরতা। এরই মধ্যে এক জায়গায় এলেন স্নিগ্ধতা ছড়ানো বৃহৎ একটি শিক্ষার্থীর দল। প্রিয়ন্তি পিউ জনসংখ্যা ও জনস্বাস্থ্য বিষয়ে পড়ছেন। বললেন, আমরা চতুর্থবারের মতো উদ্‌যাপন করছি দীপাবলি অনুষ্ঠান। চোখে মুখে তার তৃপ্তির রেখা। যেন যা পাবার তা পেয়ে গেছেন। আহা কী আনন্দ আকাশে বাতাসে!

শাড়িপরা টগবগে এই দলের ধরিত্রী দের বলার বুঝি অনেক কিছু। আহা মরি মরি! আলো চিকচিক করছে। তারা উপভোগ করছেন অনুষ্ঠানকে। আরও আছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের শর্মিষ্ঠা রায় আর বিবিএর বাধন বোস। এরাই দিনেরবেলায় মুক্ত পথে আল্পনা এঁকেছেন। সৌন্দর্য ছড়িয়েছেন মনের মাধুরীতে।

মাটির মুচি সংগ্রহ করেছেন তারা। শিল্পীর আঁচড় কেটেছেন। তারপর সলতে যোগে প্রদীপ জ্বেলেছেন।

East West University 2

অভিজিৎ ঘোষ এই উদ্যোগের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাধা। ভিন্নধর্মী পর্যবেক্ষণ তার। নিজেকে সাধারণ শিক্ষার্থী বলে পরিচয় দেন। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দীপাবলি কর্মসূচি নিলেও পর্যাপ্ত সময় জোটেনি। যোজন যোজন আক্ষেপ তার। সন্ধ্যে ৭টায় রাস্তা বন্ধ করা হয়েছে। চালু হলো ৯টায়। উদ্‌যাপনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই দুই ঘন্টা। এটা কি যথেষ্ট এই দীপাবলির জন্য? হয়তোবা হ্যাঁ, হয়তোবা না।

আলো ঝলমল পরিবেশ। হতাশার অন্ধকার বুঝি কেটে গেল! হঠাৎ করেই তার মনে এক নতুন আশার ঝলকানি দেখা দিল। ঠিক যেন জমাট মেঘ ভেদ করে এক চিলতে সূর্যের আলো, যা মুহূর্তেই মনের অন্ধকার দূর করে দিল। দীপাবলির মাধুর্য খুঁজে পেলাম। আমি যাই অন্যদের কাছে।

আয়োজক কমিটির সভাপতি সাগর সাহা অনেক শিক্ষার্থীকে কাছে পেয়েছেন। এটাকে তিনি আন্তরিকতা থেকে পাওয়া ইতিবাচক ফল বলে মনে করেন। একসাথে হওয়ার ব্যাপারটিকে অন্য মাত্রার একটি ব্যাপার বলে উল্লেখ করেন।

কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল। কথার মধ্যে আছেন তিনিও। বলেন, আলোর উৎসব আমাদের সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও কথা হয় এই দুই নেতার সঙ্গে। পরম মমতায় ব্যাখ্যা দেন। বৈদিক যুগে দীপাবলি ছিল ফসল কাটার শেষের উৎসব, যখন কৃষকেরা তাদের শ্রমের ফল উদ্‌যাপন করত। সময়ের বিবর্তনে দীপাবলি এখন কৃষি উৎসব থেকে আলোর উৎসবে।

দীপাবলির সমর্থনে আছে জনপ্রিয় রাম, সীতা ও লক্ষ্মণের অযোধ্যায় ফেরার কাহিনি। সেসময় নরনারী রাম–সীতাকে আলোর বন্যায় বরণ করে নেন।

দেখা হয় ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী শেফা এবং বিবিএর নাজিফার সঙ্গে। চতুর্দিকে আলোর খেলায় বিস্ময়ের চোখ তাদের। শেফা বলেন, ধর্ম–বর্ণ নির্বিশেষে আমরা সময়টি উপভোগ করছি। বিশ্ববিদ্যালয় চত্বরে এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন নাজিফা।

আলো হলো পবিত্রতা, সৌভাগ্য, পরাক্রমকে জয় করার প্রতীক। অন্ধকার ও অশুভ শক্তিকে নাশ করার একটি পবিত্র দিন। একগুচ্ছ প্রদীপের সমষ্টিই হলো এই আলোর উত্‍সবের গুরুত্ব। সহিষ্ণু নাম তার। কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দীপাবলি অনুষ্ঠানে কর্মীর ভূমিকায়। বললেন, সবার সাথে কাজ করতে পেরে আলাদা অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

কৌশিক পাল এই কমিটির সহযোগী সদস্য। বলেন, সৌন্দর্যের এমন কর্মের মধ্য দিয়ে ঐক্য, বন্ধুত্ব, সৃজনশীলতার হাত আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে।

পাণ্ডবেরা ১২ বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাসের পর দীপাবলির দিন হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেছিলেন। এ সময় সমগ্র হস্তিনাপুরের প্রান্তর দীপমালাসজ্জিত করা হয়েছিল।

রোহিত সুর কমিটির জ্যেষ্ঠ সহযোগী। কথায় তার পরিপক্কতার ছোঁয়া। পরিবার হতে পারে চিত্তের বিকাশের জন্য প্রাথমিক সোপান। আস্তে আস্তে তারই বিস্তৃতি এই প্রাঙ্গণ। তিনি বিশ্ববিদ্যালয়কে এই চরচার জন্য উপযুক্ত ক্ষেত্র বলে উল্লেখ করেন।

উদ্যোক্তাদের মুখে শান্তির ছবি দেখতে পাই। হৃদয়ে বাজে, এ জীবন পুণ্য করো দহন-দানে॥... আমি ছুটি বাড়ির দিকে।

*লেখক কথাসাহিত্যিক ও প্রকৌশলী

আরও পড়ুন

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি।

৫ ঘণ্টা আগে

কবিতা: সমীকরণ

কবিতা: সমীকরণ

আজ পড়ন্ত সোনালি/ এখনো তোমায় শ্রাবণের বৃষ্টির মতোই মনে পড়ে/ এখনো জোছনাকে চাঁদের আলোই বলি/ এখনো মধ্যরাতে ডাহুকের ডাক শুনি

৬ ঘণ্টা আগে

দীপাবলি

দীপাবলি

দীপাবলি হচ্ছে আলোর উৎসব। দীপা মানে প্রদীপ বা আলো এবং ভালি মানে সারি। সেই অর্থে দীপাবলি বলতে আলোর সারি। এটি মন্দের ওপর ভালোর বিজয় উদ্‌যাপন। একই অর্থে নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় উত্তরণ।

৮ ঘণ্টা আগে

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন শুরু ১৬ নভেম্বর

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন শুরু ১৬ নভেম্বর

প্রবাসী ভোটারদের জন্য জন্য পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

১ দিন আগে