logo
খবর

দীপাবলি

নিমাই সরকার২৩ অক্টোবর ২০২৫
Copied!
দীপাবলি
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দীপাবলির অনুষ্ঠানের সংগঠক ও উদ্যোক্তারা। ছবি: লেখক

হঠাৎ আলোর ঝলকানি। বাস থেকেই দৃশ্যটি সামনে এল। নেমেই তর তর করে এগিয়ে গেলাম বিশ্ববিদ্যালয়ের সামনে। মনে মনে উচ্চারিত হলো , আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে। ...

আরও এগোই। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদযাপন কমিটি দীপাবলির এই অনুষ্ঠানের আয়োজক। তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন তখন। আমি তাদের কাছে যাই।

একদল শিক্ষার্থী তখন ফুলঝুরি নিয়ে ব্যস্ত। আইল্যান্ডে যাতে সুষম আলো ছড়িয়ে যায় সেদিকে তারা সতর্ক। কেউ আবার আলোর মুচি একস্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিচ্ছেন। এরই মধ্যে রাস্তার রিকশা সামলাতে হচ্ছে।

কী এক মোহনীয় সময়! অমাবস্যার আঁধার ভেদ করে দীপাবলির দীপ জ্বলছে। অন্ধকারের ওপর আলোর, অজ্ঞানতার ওপর জ্ঞানের, দুঃখের ওপর আনন্দের বিজয় ঘোষণা করছে তারা।

দীপাবলি হচ্ছে আলোর উৎসব। দীপা মানে প্রদীপ বা আলো এবং ভালি মানে সারি। সেই অর্থে দীপাবলি বলতে আলোর সারি। এটি মন্দের ওপর ভালোর বিজয় উদ্‌যাপন। একই অর্থে নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় উত্তরণ।

অমাবশ্যার রাত। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এ সম্পর্কে চিত্তাকর্ষক একটি বর্ণনা দিয়েছেন। রাত্রির যে একটি রূপ আছে তাকে পৃথিবীর বন, মাটি, কাদা, জঙ্গল, পাহাড়, সৈকত ইত্যাদি থেকে পৃথক করে দেখা যায়। ভাবা যায় একান্ত করে। তিনি দেখেন, কালো নীলিম আকাশ তলে পৃথিবী জোড় আসন করে বসে আছে। আর সমস্ত বিশ্ব চরাচর তারই অটল শান্তি রক্ষায়।

এটা তেমনি একটি রাত। তবে পার্থক্য আছে, দেশ কেন গোটা পৃথিবী এখন অশান্ত। আর মানুষ এখানে শান্তির অন্বেষায় ব্যস্ত। মহাব্যস্ত।

ঘনিষ্ঠভাবে দেখার চেষ্টা করি তাদের কর্মতৎপরতা। এরই মধ্যে এক জায়গায় এলেন স্নিগ্ধতা ছড়ানো বৃহৎ একটি শিক্ষার্থীর দল। প্রিয়ন্তি পিউ জনসংখ্যা ও জনস্বাস্থ্য বিষয়ে পড়ছেন। বললেন, আমরা চতুর্থবারের মতো উদ্‌যাপন করছি দীপাবলি অনুষ্ঠান। চোখে মুখে তার তৃপ্তির রেখা। যেন যা পাবার তা পেয়ে গেছেন। আহা কী আনন্দ আকাশে বাতাসে!

শাড়িপরা টগবগে এই দলের ধরিত্রী দের বলার বুঝি অনেক কিছু। আহা মরি মরি! আলো চিকচিক করছে। তারা উপভোগ করছেন অনুষ্ঠানকে। আরও আছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের শর্মিষ্ঠা রায় আর বিবিএর বাধন বোস। এরাই দিনেরবেলায় মুক্ত পথে আল্পনা এঁকেছেন। সৌন্দর্য ছড়িয়েছেন মনের মাধুরীতে।

মাটির মুচি সংগ্রহ করেছেন তারা। শিল্পীর আঁচড় কেটেছেন। তারপর সলতে যোগে প্রদীপ জ্বেলেছেন।

East West University 2

অভিজিৎ ঘোষ এই উদ্যোগের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাধা। ভিন্নধর্মী পর্যবেক্ষণ তার। নিজেকে সাধারণ শিক্ষার্থী বলে পরিচয় দেন। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দীপাবলি কর্মসূচি নিলেও পর্যাপ্ত সময় জোটেনি। যোজন যোজন আক্ষেপ তার। সন্ধ্যে ৭টায় রাস্তা বন্ধ করা হয়েছে। চালু হলো ৯টায়। উদ্‌যাপনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই দুই ঘন্টা। এটা কি যথেষ্ট এই দীপাবলির জন্য? হয়তোবা হ্যাঁ, হয়তোবা না।

আলো ঝলমল পরিবেশ। হতাশার অন্ধকার বুঝি কেটে গেল! হঠাৎ করেই তার মনে এক নতুন আশার ঝলকানি দেখা দিল। ঠিক যেন জমাট মেঘ ভেদ করে এক চিলতে সূর্যের আলো, যা মুহূর্তেই মনের অন্ধকার দূর করে দিল। দীপাবলির মাধুর্য খুঁজে পেলাম। আমি যাই অন্যদের কাছে।

আয়োজক কমিটির সভাপতি সাগর সাহা অনেক শিক্ষার্থীকে কাছে পেয়েছেন। এটাকে তিনি আন্তরিকতা থেকে পাওয়া ইতিবাচক ফল বলে মনে করেন। একসাথে হওয়ার ব্যাপারটিকে অন্য মাত্রার একটি ব্যাপার বলে উল্লেখ করেন।

কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল। কথার মধ্যে আছেন তিনিও। বলেন, আলোর উৎসব আমাদের সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও কথা হয় এই দুই নেতার সঙ্গে। পরম মমতায় ব্যাখ্যা দেন। বৈদিক যুগে দীপাবলি ছিল ফসল কাটার শেষের উৎসব, যখন কৃষকেরা তাদের শ্রমের ফল উদ্‌যাপন করত। সময়ের বিবর্তনে দীপাবলি এখন কৃষি উৎসব থেকে আলোর উৎসবে।

দীপাবলির সমর্থনে আছে জনপ্রিয় রাম, সীতা ও লক্ষ্মণের অযোধ্যায় ফেরার কাহিনি। সেসময় নরনারী রাম–সীতাকে আলোর বন্যায় বরণ করে নেন।

দেখা হয় ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী শেফা এবং বিবিএর নাজিফার সঙ্গে। চতুর্দিকে আলোর খেলায় বিস্ময়ের চোখ তাদের। শেফা বলেন, ধর্ম–বর্ণ নির্বিশেষে আমরা সময়টি উপভোগ করছি। বিশ্ববিদ্যালয় চত্বরে এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন নাজিফা।

আলো হলো পবিত্রতা, সৌভাগ্য, পরাক্রমকে জয় করার প্রতীক। অন্ধকার ও অশুভ শক্তিকে নাশ করার একটি পবিত্র দিন। একগুচ্ছ প্রদীপের সমষ্টিই হলো এই আলোর উত্‍সবের গুরুত্ব। সহিষ্ণু নাম তার। কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দীপাবলি অনুষ্ঠানে কর্মীর ভূমিকায়। বললেন, সবার সাথে কাজ করতে পেরে আলাদা অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

কৌশিক পাল এই কমিটির সহযোগী সদস্য। বলেন, সৌন্দর্যের এমন কর্মের মধ্য দিয়ে ঐক্য, বন্ধুত্ব, সৃজনশীলতার হাত আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে।

পাণ্ডবেরা ১২ বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাসের পর দীপাবলির দিন হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেছিলেন। এ সময় সমগ্র হস্তিনাপুরের প্রান্তর দীপমালাসজ্জিত করা হয়েছিল।

রোহিত সুর কমিটির জ্যেষ্ঠ সহযোগী। কথায় তার পরিপক্কতার ছোঁয়া। পরিবার হতে পারে চিত্তের বিকাশের জন্য প্রাথমিক সোপান। আস্তে আস্তে তারই বিস্তৃতি এই প্রাঙ্গণ। তিনি বিশ্ববিদ্যালয়কে এই চরচার জন্য উপযুক্ত ক্ষেত্র বলে উল্লেখ করেন।

উদ্যোক্তাদের মুখে শান্তির ছবি দেখতে পাই। হৃদয়ে বাজে, এ জীবন পুণ্য করো দহন-দানে॥... আমি ছুটি বাড়ির দিকে।

*লেখক কথাসাহিত্যিক ও প্রকৌশলী

আরও দেখুন

‘নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা গঠনে তরুণদের অভিজ্ঞতা অপরিহার্য’

‘নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা গঠনে তরুণদের অভিজ্ঞতা অপরিহার্য’

বক্তারা জানান, নিরাপদ অভিবাসন পথ তৈরি এবং শক্তিশালী অভিবাসন ব্যবস্থাপনা গঠনে তরুণদের অভিজ্ঞতা অপরিহার্য। বৈশ্বিক ফোরামগুলোও এখন অভিবাসন শাসনব্যবস্থায় যুব অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে। সারা বিশ্বে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন তরুণের দৃষ্টিভঙ্গি অভিবাসন নীতি ও আখ্যানকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে।

৯ ঘণ্টা আগে

বাংলাদেশি হজযাত্রীদের ২০ শতাংশকে মদিনা দিয়ে যেতে হবে

বাংলাদেশি হজযাত্রীদের ২০ শতাংশকে মদিনা দিয়ে যেতে হবে

সৌদি আরবের সঙ্গে হওয়া হজ চুক্তি অনুযায়ী আগামী বছর হজে মদিনা দিয়ে ২০ শতাংশ বাংলাদেশি হজযাত্রী গমন এবং ৩০ শতাংশ হজযাত্রীকে ফিরতে হবে।

১১ ঘণ্টা আগে

সিলেট অঞ্চলে বুধবার মধ্যরাতে দুবার ভূমিকম্প

সিলেট অঞ্চলে বুধবার মধ্যরাতে দুবার ভূমিকম্প

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরির তথ্যমতে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়। পরের ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল ছিল বিয়ানীবাজারের পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

১৪ ঘণ্টা আগে

কর্মরত অবস্থায় আটক করে জেলে, তারপর দেশে পাঠানো হয়েছে: অভিযোগ জর্ডান ফেরত নারী গামেন্টস কর্মীর

কর্মরত অবস্থায় আটক করে জেলে, তারপর দেশে পাঠানো হয়েছে: অভিযোগ জর্ডান ফেরত নারী গামেন্টস কর্মীর

জান্নাতুন বলেন, ‘‘এক কাপড়ে ছিলাম সেটা পরেই আসতে হয়েছে। কোম্পানি থেকে শেষ মাসের বেতন পাব, সেটাও পাইনি। আমাদের জামা–কাপড়সহ প্রয়োজনীয় আরও কিছু জিনিসপত্র ছিল, কিন্তু কিছুই নিয়ে আসতে পারিনি।

৩ দিন আগে