logo
খবর

জলবায়ুর অভিঘাত মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: অর্থ উপদেষ্টা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ ঘণ্টা আগে
Copied!
জলবায়ুর অভিঘাত মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জলবায়ুর অভিঘাত মোকাবিলায় নিজস্ব সামর্থ্যকে কাজে লাগিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশে যেকোনো দুর্যোগে স্থানীয় জনগোষ্ঠী সবার আগে এগিয়ে আসে। দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন তিনি।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের জলবায়ু অর্থায়ন বিষয়ে তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘Navigating Climate Finance: Media Reporting’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী।

সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। প্রশিক্ষণের উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য দেন ইআরডির অতিরিক্ত সচিব এ কে এম সোহেল।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইআরডি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বিজ্ঞানী, নীতিনির্ধারক, প্রতিষ্ঠান, অর্থের যোগান ও জনগণের সংযোগ—এ পাঁচটির সমন্বিত ভূমিকা ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা কার্যকরভাবে সম্ভব নয়। ‘জলবায়ু অভিযোজন বিষয়ে আমাদের প্রয়োজনীয় তহবিলের দরকার প্রায় ২৯ বিলিয়ন ইউএস ডলার। কিন্ত এ বিষয়ে আমাদের প্রাপ্তি সামান্য।’

এ সময়, সালেহউদ্দিন আহমেদ পিকেএসএফকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন।

PKSF 1

বিশেষ অতিথি মোহাম্মদ শফিকুল আলম বলেন অর্থনীতি, রাজনীতি, স্বাস্থ্য ইত্যাদি নানা বিষয়ের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। জলবায়ু অভিযোজনে ক্ষতিগ্রস্তদের গল্প বহির্বিশ্বে তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার জলবায়ু অভিযোজন ও প্রশমনকে জাতীয় কৌশলগত অগ্রাধিকারে রেখেছে। এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের মাঠপর্যায়ে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে পিকেএসএফ, যা প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।

ইআরডি সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক পরিমণ্ডলে নেতৃত্ব প্রদর্শন করছে। ‘আমাদের এ যাত্রা দীর্ঘ। এ জন্য আমাদের সকলকে - সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও সংবাদমাধ্যম—একসঙ্গে কাজ করতে হবে,’ যোগ করেন তিনি।

তিনি বলেন, ইআরডি মূলত উন্নয়ন সহযোগীদের সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে সংযোগের সেতু হিসেবে কাজ করে। এই সংযোগের জন্য আমাদের দরকার হয় প্রয়োজনীয় তথ্য, উপাত্ত। বিভিন্ন বৈশ্বিক ফোরামে সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপিত তথ্য ও প্রতিবেদন আমাদের কৌশলগত আলোচনাকে সফলভাবে উপস্থাপন করতে সাহায্য করে।

সভাপতি জাকির আহমেদ খান বলেন, পিকেএসএফ বর্তমানে দেশের ২ কোটিরও বেশি স্বল্পআয়ের পরিবারের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটি কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমসমূহের মধ্যে মানুষের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। তিনি বলেন, সাংবাদিকদের জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় অর্থ সংস্থান সম্পর্কে অধিকতর দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে সাংবাদিকেরা আরও দক্ষতার সঙ্গে জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে মো. ফজলুল কাদের বলেন, পিকেএসএফের ‘কৌশলগত পরিকল্পনা ২০২৫-২০৩০’-এ জলবায়ু অভিযোজন বিষয়ক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের জন্য ক্লাইমেট জাস্টিস বা জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের আরও উদ্যমী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ইআরডির অতিরিক্ত সচিব এ কে এম সোহেল বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিগ্রস্ত দেশের শীর্ষে বাংলাদেশের অবস্থান। এ ঝুঁকি কমানোর জন্য আমাদের দরকার বৈদেশিক সহায়তা ও উন্নত বিশ্বের কমিটমেন্ট। জলবায়ু অভিযোজন বিষয়ে আমাদের জনগণকে সচেতন ও বৈশ্বিক পরিমণ্ডলে এর চিত্র তুলে ধরার জন্য এ প্রশিক্ষণের আয়োজন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

জলবায়ুর অভিঘাত মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: অর্থ উপদেষ্টা

জলবায়ুর অভিঘাত মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জলবায়ুর অভিঘাত মোকাবিলায় নিজস্ব সামর্থ্যকে কাজে লাগিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশে যেকোনো দুর্যোগে স্থানীয় জনগোষ্ঠী সবার আগে এগিয়ে আসে। দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন তিনি।

১৬ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর নিজ গ্রামে দাফন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর নিজ গ্রামে দাফন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী শামীম ও তুহিনের মরদেহ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন।

২ দিন আগে

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ডাকা‌তির মামলায় গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ডাকা‌তির মামলায় গ্রেপ্তার ৩

পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকা প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তাঁর বাসায় ডাকা‌তির ঘটনায় অভিযুক্ত ৩ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আরও ৩০ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আরও ৩০ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ফেরত পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী একটি বিমান অবতরণ করে।

৪ দিন আগে