logo
খবর

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৫৭ বাংলাদেশি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ অক্টোবর ২০২৪
Copied!
লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৫৭ বাংলাদেশি
বিমানবন্দরে লিবিয়া থেকে দেশে ফেরা বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৫৭ জন আটকে পড়া বাংলাদেশি নাগরিক।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৪টা ২৫ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন তারা।

তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।

লিবিয়ার মিসরাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল হতে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৫৭ জন আটকে পড়া অনিয়মিত বাংলাদেশি নাগরিককে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ফিরিয়ে আনা হয়।

ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

দেশে ফেরত আসার পর এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়াতে না যায় এ বিষয়ে তাদের সচেতন হওয়ার জন্য এবং সবাইকে সচেতন করার জন্য আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা।

আইওএমের পক্ষ থেকে লিবিয়া থেকে ফেরা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে একসঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আরও দেখুন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । বিএনপি ও দলটির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের (এএএবি) বার্ষিক সাধারণ সভা এবং ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে সভা ও নির্বাটর অনুষ্ঠিত হয়।

২ দিন আগে

পিকেএসএফের সাধারণ পর্ষদে যুক্ত হলেন মুস্তফা কে মুজেরী ও এনামুল হক

পিকেএসএফের সাধারণ পর্ষদে যুক্ত হলেন মুস্তফা কে মুজেরী ও এনামুল হক

সভায় স্বল্প আয়ের মানুষের শোভন কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রমের ভূমিকা বিষয়ে বিশদ আলোচনা হয় এবং এর প্রেক্ষিতে, দক্ষতা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক কার্যক্রমের তহবিল বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।

২ দিন আগে

প্রবাসীদের নিয়ে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ডের সম্মেলন ৩০ ডিসেম্বর

প্রবাসীদের নিয়ে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ডের সম্মেলন ৩০ ডিসেম্বর

বিশ্বের ২৫টি দেশ থেকে প্রবাসীদের সমন্বয়ে আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের প্ল্যাটফর্ম এনআরবি ওয়ার্ল্ড। আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানী ঢাকার বনানীর শেরাটন ঢাকা হোটেলে অনুষ্ঠিত হবে সম্মেলনটি।

৩ দিন আগে