logo
জেনে নিন

বয়স ৩০ হলে এড়িয়ে চলুন এই পাঁচ ধরনের খাবার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ নভেম্বর ২০২৪
Copied!
বয়স ৩০ হলে এড়িয়ে চলুন এই পাঁচ ধরনের খাবার

বয়স ৩০ হলে নারী পুরুষ সবারই শরীরে অনেক পরিবর্তন ঘটে। পাশপাশি বয়স বাড়ার সাথে সাথে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, রক্তশূন্যতা, থাইরয়েড ইত্যাদি অনেক রোগের ঝুঁকি বেড়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক ৩০ বছর বয়সের পর কোন ধরনের খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত-

অতিরিক্ত মিষ্টি

অতিরিক্ত মিষ্টি খাওয়া কোনো বয়সেই ভালো নয়, তবে ৩০ বছর বয়সের পর যতটা সম্ভব মিষ্টি খাওয়া এড়িয়ে চলা উচিত।

আসলে, ৩০ বছর বয়সের পরে, বিপাক ধীরে ধীরে ধীর হতে শুরু করে, যার কারণে স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি আগের তুলনায় বহুগুণ বেড়ে যায়। এ ছাড়া অতিরিক্ত চিনি খেলে মুখে ব্রণ, বলি, দাগ এবং স্থূলত্বের মতো বয়স দেখা দেয়।

তেলে ভাজা খাবার

৩০-এর পরে, প্রত্যেককেই যতটা সম্ভব ভাজা খাবার খাওয়া এড়ানো উচিত। এই বয়সে, খাদ্যতালিকায় শুধুমাত্র কম তেলযুক্ত স্বাস্থ্যকর বাড়িতে তৈরি খাবার অন্তর্ভুক্ত করা উত্তম।

অতিরিক্ত ভাজা খাবারে ট্রান্স ফ্যাট পাওয়া যায়, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এতে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও, এটি ত্বকের জন্য মোটেও ভালো নয়।

ক্যাফেইন

৩০ বছর বয়সের পরে, অতিমাত্রায় ক্যাফেইন গ্রহণ করা এড়ানো উচিত। আসলে, ক্যাফেইনের অত্যধিক সেবন হরমোনের ভারসাম্যহীনতার কারণ হতে পারে, যার কারণে বয়স বাড়ার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা যেমন হতাশা, উদ্বেগ, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। এর পাশাপাশি অতিরিক্ত ক্যাফেইন ত্বককে দ্রুত বুড়িয়ে দেয়।

বেশি লবণ

যদিও প্রতিটি বয়সে লবণ খাওয়া কমানো উচিত, বিশেষ করে ৩০ বছর বয়সের পরে। খাবারে অতিরিক্ত পরিমাণে লবণ রক্তচাপের সমস্যা সৃষ্টি করতে পারে। এ ছাড়া হার্ট ও কিডনি সংক্রান্ত রোগের ঝুঁকিও বেড়ে যায়। যারা ৩০ বছর বয়সের পরে অতিরিক্ত লবণ খান তাদেরও থাইরয়েডের সমস্যা হতে পারে।

কার্বোহাইড্রেট

৩০ বছর বয়সের পরে, প্রত্যেকের সাদা রুটি, পাস্তা, সাদা ভাতের মতো পরিশোধিত কার্বোহাইড্রেট থেকে দূরে থাকতে হবে। আসলে, এই সমস্ত জিনিস খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। যার কারণে আরও অনেক রোগও হতে পারে। ৩০ বছর বয়সের পরে, মহিলাদের বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায়, যার কারণে এই রোগগুলির ঝুঁকি আরও বেড়ে যায়। এছাড়াও, তাদের নেতিবাচক প্রভাব ত্বকেও স্পষ্টভাবে দৃশ্যমান।

তথ্যসূত্র: হেলথলাইন

আরও পড়ুন

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

৬ দিন আগে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।

১৬ দিন আগে

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—

০২ জুন ২০২৫

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

১৯ মে ২০২৫