logo
জেনে নিন

পাসপোর্ট কেন করবেন, করলে কী সুবিধা পাবেন

কেবলমাত্র ভিসা নিয়ে ভ্রমণের জন্য বিদেশ যাওয়া ছাড়াও নানা কাজে পাসপোর্ট লাগতে পারে। পাসপোর্ট থাকলে এমন কিছু সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা০৭ সেপ্টেম্বর ২০২৪
Copied!
পাসপোর্ট কেন করবেন, করলে কী সুবিধা পাবেন
বাংলাদেশের পাসপোর্ট

পাসপোর্ট বলতে আমরা সাধারণ ভাবে এটাই বুঝি, বিদেশ যেতে হলে এটি দরকার। অবশ্য এই ধারণা মোটেও ভুল না। বিদেশ যেতে হলে ভিসা নেওয়ার জন্য পাসপোর্ট লাগবেই, এর কোনো বিকল্প নেই। এ কারণেই অনেকেই মনে করেন, এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে? যখন যাবো, তখন করবো। এতে ঘরে থেকে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কোনো সুযোগ থাকবে না। শুধুমাত্র বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করবো, এই ধারণা কিন্তু ঠিক না। এখন বিদেশ যাওয়া ছাড়াও অনেক কাজে পাসপোর্ট লাগে। একজন একজন নাগরিক হিসেবে পাসপোর্ট থাকাটা খুবই জরুরি।

কেবলমাত্র ভিসা নিয়ে ভ্রমণের জন্য বিদেশ যাওয়া ছাড়াও নানা কাজে পাসপোর্ট লাগতে পারে। অনেক সময় জরুরি প্রয়োজনেও আপনাকে বিদেশ যেতে হতে পারে। তখন পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করে দেশের বাইরে যাওয়ার জন্য সময় হয়তো পাওয়া যাবে না।

পাসপোর্ট থাকলে এমন কিছু সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না। তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়েও আপনি বিদেশ ভ্রমণে যেতে পারবেন, যেটা কেবল পাসপোর্ট থাকলেই সম্ভব।

দেখে নেই পাসপোর্ট থাকলে কী সুবিধা পাওয়া যাবে:

১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪২টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করা যাবে কেবল যদি একটা পাসপোর্ট থাকে। তাই ভিসা হবে কি না এই চিন্তায় যারা ভ্রমণ করতে ইচ্ছুক নন, তারা কিন্তু কেবল একটা পাসপোর্ট থাকলেই । ভিসামুক্ত বা অনএরাইভেল ভিসায় বিদেশে ঘুরে আসতে পারবেন। এজন্য দরকার হবে এটা পাসপোর্টের।

২. জরুরি চিকিৎসা সুবিধা:

যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, সেক্ষেত্রে পাসপোর্ট থাকা আবশ্যক। সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য। ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিন আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।

৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল পরিচয়পত্র:

ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করা যায়। কিন্তু, বিদেশে কোনো কিছু করতে গেলে পাসপোর্ট লাগবে। এমনকি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, চাকরি করতে গেলেও পাসপোর্ট লাগতে পারে।

৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:

বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে। অনেকসময় কনফারেন্সে যাবার সুযোগ মিলে। এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়। অনেকেই আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে অনেক কনফারেন্সে সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারে না।

৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:

বাংলাদেশে থেকে বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন। যেমন: আইএলটিএস, জিআরই, জিম্যাট, স্যাট, টোফেল ইত্যাদি।

৬. ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড:

দেশের বাহিরে অনলাইনে ই-কমার্স বা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন করতে অবশ্যই বাংলাদেশের ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স্মেন্ট করে নিতে হবে।

এক্ষেত্রেও পাসপোর্ট লাগবে।

আরো পড়ুন

যেসব দেশের কর্মঘণ্টা সবচেয়ে কম

যেসব দেশের কর্মঘণ্টা সবচেয়ে কম

বিশ্বের বিভিন্ন দেশে কর্মঘণ্টার ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে কর্মঘণ্টার নতুন পরিসংখ্যান।বিশ্বে সবচেয়ে কম কর্মঘণ্টার দেশ হলো ভানুয়াতু।  দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে প্রতি সপ্তাহে একজন চাকরিজীবীকে গড়ে

সৌদির বাসিন্দা হলে যে অ্যাপগুলো আপনার ফোনে থাকতেই হবে

সৌদির বাসিন্দা হলে যে অ্যাপগুলো আপনার ফোনে থাকতেই হবে

আপনি যদি সৌদি আরবে বসবাস করেন তাহলে কিছু অ্যাপ আছে যেগুলো আপনার কাছে থাকতেই হবে। এসব অ্যাপ দ্বারা আপনি সহজে বিভিন্ন ধরনের প্রাত্যাহিক কাজগুলো সহজে সেরে ফেলতে পারবেন।

মালয়েশিয়ার ভিসা পেতে খরচ কত

মালয়েশিয়ার ভিসা পেতে খরচ কত

মালয়েশিয়ায় ব্যবসায়িক মিটিং, চিকিৎসা অথবা কোন ব্যাক্তিগত কারনে ভ্রমণ করার জন্য ভিজিট ভিসা প্রদান করা হয়। সাধারণত ৩০-৯০ দিন হয় ভিজিট ভিসার মেয়াদ।

প্রবাসীদের জন্য সেরা দেশ কোনটি

প্রবাসীদের জন্য সেরা দেশ কোনটি

প্রবাসীদের অনলাইনভিত্তিক বৈশ্বিক সমাজ ইন্টারনেশনস-এর এক্সপ্যাট ইনসাইডার জরিপ বলছে, প্রবাসীদের জন্য বিশ্বের সেরা দেশ হলো উত্তর আমেরিকার দেশ পানামা।