সুদানে চলমান গৃহযুদ্ধে বিবাদমান দুই পক্ষ দেশে চরম মানবাধিকার লঙ্ঘন করছে বলে দাবি করেছে জাতিসংঘ। চালানো হচ্ছে নির্যাতন এবং নির্বিচারের আটক করা হচ্ছে বেসামরিক নাগরিকদের। এ অবস্থায় সেখানে অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণ ও শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।