ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ওই সব কলেজের শিক্ষার্থীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের পদত্যাগসহ অপর ৫টি দাবি পূরণে নতুন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।
ঢাকার সরকারি বড় ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীন থাকবে না। এই কলেজগুলোকে ঢাবির সঙ্গে সম্মানজনক পৃথক্করণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০২৪-২৫ সেশন থেকে ৭ কলেজের শিক্ষার্থীদের আর ঢাবির অধীন ভর্তি করা হবে না।