ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক রোমের মেয়র রোবার্তো গোয়ালথিয়েরির সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ‘সিটি অব ইটারনিটি’ সৌন্দর্য্যের জন্য মেয়রের নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন।