logo
প্রবাসের খবর

ভ্যাটিকান সিটি এবং সুইস গার্ড

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড২২ অক্টোবর ২০২৫
Copied!
ভ্যাটিকান সিটি এবং সুইস গার্ড
ছবি: সংগৃহীত

ভ্যাটিকান সিটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। এর আয়তন মাত্র দশমিক ৪৩ কিলোমিটার (৪৩ হেক্টর)। এটি পোপের ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র। এর অবস্থান ইতালির রাজধানী রোমে। ভ্যাটিকান সিটি একটি সার্বভৌম রাষ্ট্র। ক্ষুদ্র এই রাষ্ট্রের নিজস্ব সরকার, সেনা, মুদ্রা ও ডাক ব্যবস্থা রয়েছে। এখানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাথলিক ধর্মীয় স্থান—‘সেন্ট পিটার্স বাসিলিকা’ ও ‘সেন্ট পিটার্স স্কোয়ার’ অবস্থিত।

ভ্যাটিকান সিটির নাগরিকদের প্রায় সবাই পোপের কর্মচারী, ধর্মীয় নেতা ও ক্যাথলিক ধর্মের কর্মকর্তা। ভ্যাটিকান সিটি একটি ধর্মীয় দেশ হলেও অনেক সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য ও সম্পদও ধারণ করে। যেমন মাইকেল এঞ্জেলোর তৈরি সিস্টিন চ্যাপেল ও রেনেসাঁ যুগের বিভিন্ন শিল্পকর্ম।

ভ্যাটিকানের সুইস গার্ড (Swiss Guard) হলো ভ্যাটিকান সিটির একমাত্র ও আনুষ্ঠানিক সামরিক বাহিনী। তাদের প্রধান দায়িত্ব হলো পোপের নিরাপত্তা নিশ্চিত করা। এই বাহিনী বিশ্বের সবচেয়ে ছোট ও প্রাচীনতম সেনাবাহিনীর একটি। তারা তাদের পোশাক, শৃঙ্খলা ও ঐতিহ্যের জন্য বিখ্যাত।

Swiss Guard 3

কারা তারা?

সুইস গার্ডরা মূলত সুইজারল্যান্ডের নাগরিক। তারা রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী। তাদের অবশ্যই অবিবাহিত, সুস্থদেহী পুরুষ এবং সুইস সেনাবাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয়। তারা সাধারণত ১৯ থেকে ৩০ বছর বয়সী হয়ে থাকেন।

কেন তারা ভ্যাটিকানে?

১৫০৬ সালে পোপ জুলিয়াস দ্বিতীয় প্রথম এই বাহিনী গঠন করেন। সেই সময় সুইস সেনারা ইউরোপজুড়ে দক্ষ ও বিশ্বস্ত ভাড়াটে সেনা হিসেবে খ্যাত ছিল। ১৫২৭ সালে ‘স্যাক অব রোম’-এর সময় সুইস গার্ডরা পোপকে রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছিল। সুইস গার্ডদের এই আত্মত্যাগ তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা গড়ে তোলে।

তাদের কাজ কী?

পোপের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা, ভ্যাটিকানের বিভিন্ন প্রবেশপথ পাহারা দেওয়া এবং রাজকীয় ও ধর্মীয় অনুষ্ঠানে সম্মানরক্ষী হিসেবে কাজ করা।

তাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাক, হেলমেট ও ঐতিহাসিক অস্ত্র (যেমন হ্যালবার্ড) দেখে অনেকেই মনে করেন, এসব শুধুই প্রতীকী, তবে বাস্তবে তারা আধুনিক নিরাপত্তা প্রশিক্ষণপ্রাপ্ত ও অস্ত্রে সজ্জিত।

সুইস গার্ডে যোগদান করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। এই শর্তগুলো হলো সুইস নাগরিকত্ব, ধর্মীয় অবস্থান, বয়স ও শারীরিক গুণাবলি, সামরিক প্রশিক্ষণ, অবিবাহিত ও বিস্তারিত পছন্দের প্রক্রিয়া।

Swiss Guard 2

সুইস গার্ডে যোগ দেওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই সুইজারল্যান্ডের নাগরিক হতে হবে। সুইস গার্ডের সদস্য হওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত। এ ছাড়া, প্রার্থীকে রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী হতে হবে। কারণ সুইস গার্ডের কাজ পোপ ও ভ্যাটিকান সিটির নিরাপত্তা নিশ্চিত করা, যা ক্যাথলিক ধর্মের সঙ্গে সম্পর্কিত।

প্রার্থীর বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। শারীরিকভাবে সুস্থ ও ফিট হতে হবে। তাদের উচ্চতা, শারীরিক গঠন ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। প্রার্থীদের সুইস সেনাবাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। প্রার্থীদের সুইস সেনাবাহিনীর সদস্য হওয়া একটি অপরিহার্য শর্ত। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

যেহেতু সুইস গার্ডদের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অবিবাহিত থাকা এক ধরনের নিরাপত্তা নীতি হিসেবেও বিবেচিত হয়। এটি একটি খুবই নির্দিষ্ট ও কঠোর প্রক্রিয়া, তাই একাধিক সাক্ষাৎকার ও পরীক্ষার মাধ্যমে তাদের যোগ্যতা যাচাই করা হয়।

যদি কেউ এই শর্তগুলো পূরণ করেন, তাহলে তাকে প্রশিক্ষণ দিয়ে সুইস গার্ডে যোগদান করতে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষ হলে, তিনি ভ্যাটিকানে এসে পোপের নিরাপত্তা ও ভ্যাটিকান সিটির বিভিন্ন দায়িত্ব পালন করতে শুরু করেন।

আরও দেখুন

ব্রিটেনের নাগরিকত্ব হারানোর ঝুঁকির মুখে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৯০ লাখ মুসলিম

ব্রিটেনের নাগরিকত্ব হারানোর ঝুঁকির মুখে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৯০ লাখ মুসলিম

এই প্রতিবেদনটি থেকে বোঝা যায়, এই নীতির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের ওপর। এসব দেশ থেকে আসা বিপুলসংখ্যক মুসলিম নাগরিক যুক্তরাজ্যে বসবাস করেন।

১৮ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে।

৩ দিন আগে

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।

৩ দিন আগে

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, একই ঘটনার ভিন্ন আরেকটি অনুসন্ধানে জানা গেছে, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রতারকেরা প্রশ্নপত্র ফাঁস করেছে। এমনকি টাকার বিনিময়ে তারা প্রশ্নপত্রগুলো বিক্রি করেছে।

৪ দিন আগে