বাসায় চলে এলাম। কাব্যর সাথে টুকটাক চ্যাট ছাড়া আর তেমন কোনো কথা হয়নি। আমরা এর মাঝে হাতিরঝিল গেলাম, ময়নামতি গেলাম, ইলিশ খেলাম। এরপর যাওয়ার দিন চলে এল। কালকে ভ্যালেন্টাইনস ডে। মানে বিশ্ব ভালোবাসা দিবস। আমার খুব ইচ্ছে করছে কাব্যকে জিজ্ঞেস করি উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন?
প্রেম ও ভালোবাসা মানবজীবনের এক বিশেষ রূপ। দৃশ্যমান ভালোবাসায় যেমন একজন প্রিয় মানুষের প্রতি টান; দৈহিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও একান্ত ব্যক্তিগত বিষয় গভীরভাবে জড়িয়ে থাকে। এখানে আকর্ষণ, মুগ্ধতা ও আবেগের বহিঃপ্রকাশ স্পষ্ট।