আমার ছেলেদের ট্রেনযাত্রার কোনো স্মৃতি নেই। ওরা ট্রেন চাপতে চাইলে আমরা মেট্রোতে চাপাই। কিন্তু বিদেশি মেট্রো রেলে দেশি ট্রেনের মজা কোথায়?
নিউইয়র্ক শহরের সাবওয়েতে ৫৫ বছর বয়সী এক নারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ওই নারী বলেন, ‘তুমি কি মুসলিম’ প্রশ্ন করার পরই তাকে মারধর করেছে হামলাকারী।