কানাডার টরন্টোভিত্তিক শিল্প-সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালার ৪৮তম ভার্চুয়াল আসর ডিসেম্বর মাসের ২১ তারিখে অনুষ্ঠিত হয়। আসরে আলোচক ছিলেন আরিফ রহমান ও ড. মোহাম্মদ ইরফান।
টরন্টোভিত্তিক শিল্পসাহিত্য চর্চার প্ল্যাটফর্ম ‘পাঠশালা’র ৪৭তম ভার্চ্যুয়াল আসর অনুষ্ঠিত হয়েছে। এ আসর একই সঙ্গে ছিল পাঠশালার সপ্তম বর্ষপূর্তি আসরও।