logo
সুপ্রবাস

কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার

শরিফ উদ্দিন, কাতার২১ মার্চ ২০২৫
Copied!
কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার

কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে আল নূর কালচারাল সেন্টারের কোরআন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাজধানী দোহার সুলতানস ডাইন রেস্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। 

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবির, কাউন্সেলর (পাসপোর্ট) মো. মেহদী হাসান, আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর ও এম.এইচ.আর গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কর্ণধার মোহাম্মদ হবি রহমান।

সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক অধ্যাপক আমিনুল হক।

সভা পরিচালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম আমিনুল ইসলাম সুমন।

স্বাগত বক্তব্য দেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা। সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন সদস্য-সচিব সোলাইমান খান।

আল নূরের শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা মোস্তাফিজুর রহমান।

রমজান ফজিলত সম্পর্কে বক্তব্য দেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। ইসলামি সংগীত পরিবেশন করেন আমিনুল ইসলাম।
অনুষ্ঠান শুরু হয় সাবিব ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। হাফেজ মাওলানা আসাদ উল্লাহর দোয়ার পর ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে সমিতির নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, মো. শরিফ উদ্দিন, আহসান উল্লাহ হাসান, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী, যুগ্ম-সদস্য সচিব নাজমুল হোসেন লিমন ভূঁইয়া।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূরে আলম জাহাঙ্গীর, খালেদ মোশাররফ, তৌশিক ভূঁইয়া, মাওলানা হুসাইন আহমেদ, ইফতেখার সোহাগ, খায়রুল ইসলাম রুবেল, হাফেজ বাহাউদ্দিন ও ওবায়দুল হক।

এ ছাড়াও অনুষ্ঠানে কাতারপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

৪ দিন আগে

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বাংলা বর্ষবরণ

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বাংলা বর্ষবরণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ‘বাংলা নববর্ষ ১৪৩২’ বরণ করেছে। বৃহস্পতিবার (১ মে) ইসলামাবাদের স্যার সৈয়দ মেমোরিয়াল সোসাইটির বৃহৎ ‘সিল্ক রোড কালচারাল সেন্টারে’ দিনব্যাপী অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে বর্ষবরণ করা হয়।

৬ দিন আগে

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ‘পাসপোর্ট ডিসিস অ্যামবেসি ট্যুর’

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ‘পাসপোর্ট  ডিসিস অ্যামবেসি ট্যুর’

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে 'পাসপোর্ট ডিসিস অ্যামবেসি ট্যুর ২০২৫' অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে 'ওপেন হাউস'। স্থানীয় সময় শনিবার (৩ মে) দূতাবাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৬ দিন আগে