logo
সুপ্রবাস

দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব
দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর বসন্ত উৎসবে অতিথি ও আয়োজকেরা

সংযুক্ত আরব আমিরাতে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করতে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর উদ্যোগে দুবাইয়ের মুশরিফ পার্কে এই উৎসব আয়োজন করা হয়।

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে বাসন্তি সাজের নানা রকম পোশাক পরিহিক অসংখ্য পরিবারের উপস্থিতিতে উৎসব পরিণত হয় বাংলাদেশিদের এক ব্যতিক্রমী মিলন মেলায়। তাদের সাজ নজর কাড়ে পার্কে আসা বিভিন্ন দেশের দর্শনার্থীদের।

দিনব্যাপী আয়োজিত উৎসবে ছিল বিভিন্ন বয়সীদের জন্য খেলাধূলা, আইস ডান্স, নৃত্য, কবিতা আবৃত্তি, বসন্ত সাজ প্রতিযোগিতা, নারীদের মুখে পানি নিয়ে দৌড় প্রতিযোগিতা।

লেডিস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা লিজা হোসেনের সভাপতিত্বে ও টিম লিডার রোমানা বর্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ।

আয়োজনে ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহসভাপতি সাদিয়া আফছার, সহসভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, কোঅর্ডিনেটর শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, টিম লিডার মহসিনা সুলতানা তানিয়া, ইশিকা পারভিন, ঈশিকা মাজহার, কামরুন নাহার, নাসরিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির ঐতিহাসিক জয়

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির ঐতিহাসিক জয়

এই নির্বাচন শুধু একটি শহরের নেতৃত্ব বদলে দেয়নি, এটি বদলে দিয়েছে রাজনৈতিক বাস্তবতা ও কল্পনার সীমানা। নিউইয়র্ক—যে শহরকে বলা হয় বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী, যেখানে ইসরায়েলের বাইরে সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী বাস করে।

৭ দিন আগে

বাহরাইনে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের জন্য এক বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প।

১৪ দিন আগে

কুয়েতস্থ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ঈদ পুনর্মিলনী

কুয়েতস্থ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ঈদ পুনর্মিলনী

কুয়েতে ঈদুল আজহা উপলক্ষে কুয়েতপ্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

১৪ দিন আগে

একটা মৃত্যু চেয়েছি

একটা মৃত্যু চেয়েছি

একটা মৃত্যু চেয়েছি— নীরব, নিরুচ্চার, যেখানে শব্দেরা আর খোঁচা দেবে না, প্রশ্নেরা চোখে চোখ রাখবে না আর।

১৪ দিন আগে