logo
সুপ্রবাস

দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব
দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর বসন্ত উৎসবে অতিথি ও আয়োজকেরা

সংযুক্ত আরব আমিরাতে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করতে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর উদ্যোগে দুবাইয়ের মুশরিফ পার্কে এই উৎসব আয়োজন করা হয়।

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে বাসন্তি সাজের নানা রকম পোশাক পরিহিক অসংখ্য পরিবারের উপস্থিতিতে উৎসব পরিণত হয় বাংলাদেশিদের এক ব্যতিক্রমী মিলন মেলায়। তাদের সাজ নজর কাড়ে পার্কে আসা বিভিন্ন দেশের দর্শনার্থীদের।

দিনব্যাপী আয়োজিত উৎসবে ছিল বিভিন্ন বয়সীদের জন্য খেলাধূলা, আইস ডান্স, নৃত্য, কবিতা আবৃত্তি, বসন্ত সাজ প্রতিযোগিতা, নারীদের মুখে পানি নিয়ে দৌড় প্রতিযোগিতা।

লেডিস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা লিজা হোসেনের সভাপতিত্বে ও টিম লিডার রোমানা বর্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ।

আয়োজনে ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহসভাপতি সাদিয়া আফছার, সহসভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, কোঅর্ডিনেটর শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, টিম লিডার মহসিনা সুলতানা তানিয়া, ইশিকা পারভিন, ঈশিকা মাজহার, কামরুন নাহার, নাসরিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

৩ দিন আগে

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বাংলা বর্ষবরণ

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বাংলা বর্ষবরণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ‘বাংলা নববর্ষ ১৪৩২’ বরণ করেছে। বৃহস্পতিবার (১ মে) ইসলামাবাদের স্যার সৈয়দ মেমোরিয়াল সোসাইটির বৃহৎ ‘সিল্ক রোড কালচারাল সেন্টারে’ দিনব্যাপী অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে বর্ষবরণ করা হয়।

৫ দিন আগে

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ‘পাসপোর্ট ডিসিস অ্যামবেসি ট্যুর’

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ‘পাসপোর্ট  ডিসিস অ্যামবেসি ট্যুর’

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে 'পাসপোর্ট ডিসিস অ্যামবেসি ট্যুর ২০২৫' অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে 'ওপেন হাউস'। স্থানীয় সময় শনিবার (৩ মে) দূতাবাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৫ দিন আগে