logo
সুপ্রবাস

দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব

মাহবুব সরকার, আবুধাবি থেকে৬ দিন আগে
Copied!
দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব
দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর বসন্ত উৎসবে অতিথি ও আয়োজকেরা

সংযুক্ত আরব আমিরাতে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করতে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর উদ্যোগে দুবাইয়ের মুশরিফ পার্কে এই উৎসব আয়োজন করা হয়।

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে বাসন্তি সাজের নানা রকম পোশাক পরিহিক অসংখ্য পরিবারের উপস্থিতিতে উৎসব পরিণত হয় বাংলাদেশিদের এক ব্যতিক্রমী মিলন মেলায়। তাদের সাজ নজর কাড়ে পার্কে আসা বিভিন্ন দেশের দর্শনার্থীদের।

দিনব্যাপী আয়োজিত উৎসবে ছিল বিভিন্ন বয়সীদের জন্য খেলাধূলা, আইস ডান্স, নৃত্য, কবিতা আবৃত্তি, বসন্ত সাজ প্রতিযোগিতা, নারীদের মুখে পানি নিয়ে দৌড় প্রতিযোগিতা।

লেডিস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা লিজা হোসেনের সভাপতিত্বে ও টিম লিডার রোমানা বর্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ।

আয়োজনে ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহসভাপতি সাদিয়া আফছার, সহসভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, কোঅর্ডিনেটর শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, টিম লিডার মহসিনা সুলতানা তানিয়া, ইশিকা পারভিন, ঈশিকা মাজহার, কামরুন নাহার, নাসরিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার সম্মেলনে নতুন কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার সম্মেলনে নতুন কমিটি ঘোষণা

হাফেজ মাওলানা মুফতী আমিরুল ইসলামকে সভাপতি, মাওলানা আব্দুল করিমকে সিনিয়র সহসভাপতি ও মাওলানা গাজী আবু হোরায়রাকে সেক্রেটারি মনোনীত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

৭ দিন আগে

জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে তারুণ্যের উৎসবে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে তারুণ্যের উৎসবে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে উদ্‌যাপিত হয়েছে তারুণ্যের উৎসব। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি (শনিবার) জেনেভার স্থায়ী মিশন মিলনায়তনে তরুণদের জন্য চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

৭ দিন আগে

দুবাইয়ে প্রবাসী কমিউনিটি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

দুবাইয়ে প্রবাসী কমিউনিটি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

৯ দিন আগে