logo
সুপ্রবাস

মাদ্রিদে মহান বিজয় দিবস উদযাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৪
Copied!
মাদ্রিদে মহান বিজয় দিবস উদযাপন
আলোচনা সভা। ছবি: বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদ

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে।

বিজয় দিবসের প্রধান কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে স্পেন, এন্ডোরা ও ইক্যুয়েটরিয়াল গিনিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা করেন।

দূতাবাস মিলনায়তনে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার প্রারম্ভে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়।

এরপর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্য চিত্র এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসকে উপজীব্য করে নির্মিত একটি চিত্রনাট্য প্রদর্শিত হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের ওপর বক্তব্য দেন। তিনি মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সকল বীর শহীদের অমর স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিজয়ের আনন্দঘন এই দিনে তিনি স্পেনপ্রবাসী সকল বাংলাদেশিকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‘স্বাধীনতা জাতির শ্রেষ্ঠ অর্জন’ উল্লেখ করে তিনি রাষ্ট্রসংস্কার এবং বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগের আহ্বান জানান।

আলোচনা সভায় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে স্বাধীনতাযুদ্ধ ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

এ ছাড়া, সমাগত অতিথিরা মহান বিজয় দিবস উপলক্ষে দূতাবাসে আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৬ অক্টোবর ২০২৫

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

২৬ অক্টোবর ২০২৫

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

১৯ অক্টোবর ২০২৫

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

১৮ অক্টোবর ২০২৫