logo
সুপ্রবাস

জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে৬ ঘণ্টা আগে
Copied!
জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল ‎স্কুল অ্যান্ড কলেজের জাতীয় পাঠ্যক্রম স্কুলের পরিচালনা পর্ষদের (২০২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১৫ বছর পর স্কুলের পরিচালনা পর্ষদের এই নির্বাচনকে ঘিরে ছিল সাজ সাজ উৎসব মুখর পরিবেশ। এই প্রথমবারের মতো প্রবাসের মাটিতে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ভোট আমেজ লক্ষ্য করা গেছে। তিন স্তরের নজিরবিহীন নিরাপত্তা থাকার পরও ভিড় সামলাতে কর্তৃপক্ষকে অনেক বেগ পেতে হয়।

PIC-3

বিকেল ৩টায় শুরু হওয়া ভোট গ্রহণ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল। নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়।

উৎসবমুখর এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও কর্মজীবী সাধারণ নাগরিকেরা বাংলা স্কুলের কাছে জড়ো হন।

PIC-1

জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কাউন্সেলর (কনস্যুলার উইং) এ এস এম সায়েমের পাশাপাশি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নির্বাচন প্রক্রিয়াটিই তদারক করে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল।

PIC-6

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান, মঈন উদ্দিন ও সেলিম উদ্দিন।

PIC-8

এ ছাডা, পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিকেরা। পুরো নির্বাচনী প্রক্রিয়া ও ভোটদান, ভোট গণনা ও বিজয় ঘোষণা পর্যন্ত তারা সবাই উপস্থিত ছিলেন।

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেদ্দা শাখা সমর্থিত গার্ডিয়ান ফোরাম এবং জামায়াতে ইসলামীর জেদ্দা শাখা সমর্থিত অভিভাবক পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

PIC-7

নির্বাচনে অভিভাবক পরিষদ থেকে ডা. ওমর ফারুক ১৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান এবং ‎আখতারুজ্জামান ১৩৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ডা. মহিউদ্দিন ১২৮ ভোট ও মোহাম্মদ আবু সোহেল ১২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। অন্যদিকে গার্ডিয়ান ফোরাম থেকে মোহাম্মদ মামুনুর রহমান ১২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

PIC-5

নবনির্বাচিত চেয়ারম্যান ডা. ওমর ফারুক বলেন, আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি সকল অভিভাবককে যারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে ও আমাদের প্যানেলের প্রার্থীদেরকে নির্বাচিত করেছেন। অভিভাবকগণ ভোটের মাধ্যমে তাদের সন্তানদের প্রিয় স্কুলের যে গুরুভার আমাদের ওপর

PIC-4

ন্যস্ত করেছেন, আমরা যেন কর্মের মাধ্যমে সন্তোষজনক ফলাফল দিতে পারি, এটি আমাদের দৃঢ় অঙ্গীকার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সবার ঐকমতের ভিত্তিকে যাতে স্কুলটি তার হারানো গৌরবোজ্জ্বল অধ্যায়ে ফিরে যেতে পারে, সে জন্য সকল অভিভাবক, ছাত্র শিক্ষক, শুভাধ্যনুযাীর সহযোগিতা একান্ত কাম্য।

আরও পড়ুন

জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল ‎স্কুল অ্যান্ড কলেজের জাতীয় পাঠ্যক্রম স্কুলের পরিচালনা পর্ষদের (২০২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়।

৬ ঘণ্টা আগে

বাংলাদেশ খেলাফত মজলিস, মালয়েশিয়ার শাখার নতুন কমিটি

বাংলাদেশ খেলাফত মজলিস, মালয়েশিয়ার শাখার নতুন কমিটি

বাংলাদেশ খেলাফত মজলিস, মালয়েশিয়া শাখা পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিনতাং ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টের হলে এক দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়।

১ দিন আগে

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহিদ দিবস ও রাষ্ট্রীয় শোক’ পালন

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহিদ দিবস ও রাষ্ট্রীয় শোক’ পালন

তুরস্কের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ‘জুলাই শহিদ দিবস’ ও রাষ্ট্রীয় শোক যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে গত ১৬ জুলাই (বুধবার) রাজধানী আঙ্কারায় দূতাবাসের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১ দিন আগে

শেফিল্ডে প্রবাসী বাঙালি কবি–লেখকদের মিলনমেলা

শেফিল্ডে প্রবাসী বাঙালি কবি–লেখকদের মিলনমেলা

যুক্তরাজ্যের শেফিল্ড শহরে লন্ডনের পর বাঙালি কবিদের বড় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কবির কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গান ও কৌতুক নিয়ে অনুষ্ঠান চলে প্রায় ৮ ঘণ্টা।

৭ দিন আগে