logo
সুপ্রবাস

কাতারে বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ আগস্ট ২০২৫
Copied!
কাতারে বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কাতারে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাতার শাখা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকার ঘরোয়া রেস্টুরেন্টের অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে কাতার ইউনিভার্সিটি থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরে ভালো ফলাফল অর্জনকারী মাওলানা আবু তালেব ও মাওলানা আব্দুল্লাহ্ এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাতার শাখার সভাপতি শায়খ জসিমউদ্দীন মাশরুফ। যৌথভাবে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহীম খলিল ও ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কাতার শাখার সহ সভাপতি ক্বারী নুর মোহাম্মদ।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ ইফতিখার তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ টি এম আসাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার শাখার উপদেষ্টা শায়খ আব্দুল হালিম, শায়খ নুরুল আনোয়ার ও মাওলানা মতিউর রহমান ফেরদৌস।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কাতার শাখার সিনিয়র সহসভাপতি শায়খ আব্দুল বাতেন, সেক্রেটারি মুহাম্মদ মিজানুর রহমান খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ মিয়াজী প্রমুথ। 

আরও দেখুন

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

১৭ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

১৮ ঘণ্টা আগে

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিপ্রবাসী প্রখ্যাত ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন সিডনিপ্রবাসী বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।

২ দিন আগে

আবুধাবিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

আবুধাবিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে