রফিক হোসেন, ভিচেঞ্জা, ইতালি
ইতালির ভিচেঞ্জায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) ভিচেঞ্জার একটি খোলা মাঠে বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
ইফতারে ইতালিয়ান নাগরিকসহ বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে প্রকাশ্যে আজানের পর অংশগ্রহণকারীরা সবাই একসঙ্গে ইফতার ও নামাজ আদায় করেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন, মাওলানা হাফিজ মাহবুবুর রহমান।
ভিচেঞ্জা ইসলামি সেন্টারের সভাপতি নাজিম উদ্দিন বলেন, পবিত্র রমজানকে ইতালীয়দের কাছে তুলে ধরতেই খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়। তারা জানুক, আমরা মুসলমান এভাবে সিয়াম–সাধনার একটি মাস পালন করি।
যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আয়োজন সাফল্যমণ্ডিত করায় তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে ভিচেঞ্জার বাংলা কমিউনিটিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে ভিচেঞ্জার উপ-মেয়র সাবেলা সালা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফিলিপ্পো রোমানো, পুলিশ কমিশনার ফ্রানচেস্কো জেরিলি, ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ ধর্মীয় নেতা জুলিয়ানো ব্রুগনোত্তো, ধর্মীয় নেতা ডন জিয়ানলুকা পাদোভান, মেয়রের ধর্মীয় সম্প্রদায়বিষয়ক উপদেষ্টা ফিওরাভান্তে রোসিসহ ভিচেঞ্জার প্রথম বাংলাদেশি ভাইস কাউন্সিলর আফিল উদ্দিন আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইতালির ভিচেঞ্জায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) ভিচেঞ্জার একটি খোলা মাঠে বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
ইফতারে ইতালিয়ান নাগরিকসহ বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে প্রকাশ্যে আজানের পর অংশগ্রহণকারীরা সবাই একসঙ্গে ইফতার ও নামাজ আদায় করেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন, মাওলানা হাফিজ মাহবুবুর রহমান।
ভিচেঞ্জা ইসলামি সেন্টারের সভাপতি নাজিম উদ্দিন বলেন, পবিত্র রমজানকে ইতালীয়দের কাছে তুলে ধরতেই খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়। তারা জানুক, আমরা মুসলমান এভাবে সিয়াম–সাধনার একটি মাস পালন করি।
যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আয়োজন সাফল্যমণ্ডিত করায় তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে ভিচেঞ্জার বাংলা কমিউনিটিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে ভিচেঞ্জার উপ-মেয়র সাবেলা সালা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফিলিপ্পো রোমানো, পুলিশ কমিশনার ফ্রানচেস্কো জেরিলি, ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ ধর্মীয় নেতা জুলিয়ানো ব্রুগনোত্তো, ধর্মীয় নেতা ডন জিয়ানলুকা পাদোভান, মেয়রের ধর্মীয় সম্প্রদায়বিষয়ক উপদেষ্টা ফিওরাভান্তে রোসিসহ ভিচেঞ্জার প্রথম বাংলাদেশি ভাইস কাউন্সিলর আফিল উদ্দিন আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির মিন্টোতে নতুন রূপে সাজানো বাংলাদেশি মালিকানাধীন কেমিস্ট ডিসকাউন্ট সেন্টারের কার্যক্রম আবার শুরু হয়েছে।
সভায় নির্বাচনের প্রস্তুতি, কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং কমিউনিটির ঐক্য ও সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজ গত এক দশকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে। দশ বছর পূর্তিতে এইচবিডি সার্ভিসেসের অবদানকে স্বীকৃতি দেওয়ায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অংশীদারত্বের নতুন অধ্যায় সূচনা করেছে।
এতে অন্তর্ভুক্ত ছিল জনপ্রিয় বেশ কিছু খেলা—ক্যারম, লুডু, ডার্ট, দাবা, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট ও ফুটবল। প্রতিটি ইভেন্টে ছিল অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, প্রতিযোগিতার উত্তেজনা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ। খেলোয়াড়দের দক্ষতা ও স্পোর্টসম্যানশিপ দর্শকদের মুগ্ধ করেছে প্রতিটি ম্যাচে।