logo
সুপ্রবাস

মরিশাসের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ ডিসেম্বর ২০২৪
Copied!
মরিশাসের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
মরিশাসের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম ‍উত্তিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ। ছবি: বাংলাদেশ হাইকমিশন, মরিশাস

মরিশাসের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম ‍উত্তিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে হাইকমিশনার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। মরিশাসের শ্রমমন্ত্রী হাইকমিশনারকে তাঁর অফিসে উষ্ণ অভ্যর্থনা জানান।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করে। উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক অভিন্ন স্বার্থ সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় তুলে ধরে।

হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মো. জাহাঙ্গীর আলম ও প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামানসহ মরিশাসের শ্রমমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা উভয় দেশের উচ্চ পর্যায়ে সফর, মারিশাসে বাংলাদেশী কর্মী নিয়োগ ও রেমিট্যান্স প্রেরণসহ নানাবিধ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশি কর্মী নিয়োগ বিষয়ে আলোচনার সময় বাংলাদেশের হাইকমিশনার বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগসহ আরও বেশি পরিমাণে রেমিট্যান্স প্রেরণের সুযোগ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন।

মরিশাসের শ্রম ও শিল্পসম্পর্কিত মন্ত্রী দেশটির বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত বাংলাদেশি কর্মীদের দক্ষতার প্রশংসা করেন। তিনি প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক চূড়ান্তকরণে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আশ্বাস প্রদান করেন। শ্রমমন্ত্রী এ পর্যায়ে বাংলাদেশ সফরের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বোয়েসেল ও বিএমইটির কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

শ্রমমন্ত্রী ও হাইকমিশনার অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার পক্ষ থেকে মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম ‍উত্তিমকে উষ্ণ আমন্ত্রণ পৌঁছে দেন। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

জেদ্দায় প্রবাসীদের অংশগ্রহণে বিজয় দিবস ক্রিকেট উৎসব

জেদ্দায় প্রবাসীদের অংশগ্রহণে বিজয় দিবস ক্রিকেট উৎসব

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জেদ্দায় বিজয় দিবস কাপ ক্রিকেটের ২০২৪-২৫ সালের সিজন-৫ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলার আয়োজন করে সৌদি বাংলেদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস্ ফোরাম।

৮ ঘণ্টা আগে

আবুধাবিতে রেমিট্যান্সযোদ্ধা দিবস উদ্‌যাপন

আবুধাবিতে রেমিট্যান্সযোদ্ধা দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় রেমিট্যান্সযোদ্ধা দিবস ও জুলাই বিয়ন্ড বর্ডার্স উদ্‌যাপন করা হয়েছে।

৩ দিন আগে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে প্রতিবাদ সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে প্রতিবাদ সভা

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া।

৩ দিন আগে

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট ২০২৫। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় লি কাদরি বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

৩ দিন আগে