বিডিজেন ডেস্ক
যুক্তরাজ্যের লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বসবাসরত তরুণদের পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ টাওয়ার হ্যামলেটস এড়ুকেশন অ্যাওয়ার্ড সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের ট্রক্সি হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। আয়োজনের সঞ্চালনায় ছিলেন আইটিভি নিউজের সাংবাদিক সৈয়দ মাহাথির পাশা ও বিবিসি নিউজের উপস্থাপক সামান্থা সিমন্ডস।
অনুষ্ঠানে বক্তৃতাকালে পরস্কার বিজয়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, আপনারা অসাধারণ কাজ করেছেন এবং আপনার পরিবার ও আমাদের বরোকে গর্বিত করেছেন। শিক্ষা অর্জনের পথে আপনাদের সমর্থন দিতে আমাদের কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা প্রতিটি যুবকের ভবিষ্যতে বিনিয়োগের গুরুত্ব বুঝি।
লুৎফুর রহমান বলেন, আমরা তরুণ সমাজকে তাদের সাফল্যের পথে সহায়তা করতে এবং উদযাপন করতে সবসময় পাশে থাকব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নৈশভোজের পাশাপাশি ফটো বুথ, পানীয় ও চায়ের স্বাদ এবং টিএইচএএমইএস স্যাটারডে মিউজিক সেন্টার বিগ ব্যান্ডের সংগীত পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানে মেয়র লুৎফুর রহমান ছাড়াও ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, হেড টিচার ভেরোনিকা আর্মসন, কাউন্সিলের এডুকেশন ডিরেক্টর স্টিভ রেডি, অনুষ্ঠানের গোল্ড স্পন্সর আইকন কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রিন্সিপাল ও ফাউন্ডার ড. প্রফেসর নুরুন নবী প্রমুখ বক্তব্য দেন।
যুক্তরাজ্যের লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বসবাসরত তরুণদের পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ টাওয়ার হ্যামলেটস এড়ুকেশন অ্যাওয়ার্ড সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের ট্রক্সি হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। আয়োজনের সঞ্চালনায় ছিলেন আইটিভি নিউজের সাংবাদিক সৈয়দ মাহাথির পাশা ও বিবিসি নিউজের উপস্থাপক সামান্থা সিমন্ডস।
অনুষ্ঠানে বক্তৃতাকালে পরস্কার বিজয়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, আপনারা অসাধারণ কাজ করেছেন এবং আপনার পরিবার ও আমাদের বরোকে গর্বিত করেছেন। শিক্ষা অর্জনের পথে আপনাদের সমর্থন দিতে আমাদের কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা প্রতিটি যুবকের ভবিষ্যতে বিনিয়োগের গুরুত্ব বুঝি।
লুৎফুর রহমান বলেন, আমরা তরুণ সমাজকে তাদের সাফল্যের পথে সহায়তা করতে এবং উদযাপন করতে সবসময় পাশে থাকব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নৈশভোজের পাশাপাশি ফটো বুথ, পানীয় ও চায়ের স্বাদ এবং টিএইচএএমইএস স্যাটারডে মিউজিক সেন্টার বিগ ব্যান্ডের সংগীত পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানে মেয়র লুৎফুর রহমান ছাড়াও ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, হেড টিচার ভেরোনিকা আর্মসন, কাউন্সিলের এডুকেশন ডিরেক্টর স্টিভ রেডি, অনুষ্ঠানের গোল্ড স্পন্সর আইকন কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রিন্সিপাল ও ফাউন্ডার ড. প্রফেসর নুরুন নবী প্রমুখ বক্তব্য দেন।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ‘ঢাকা ইউনিভার্সিটি নাইট– গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫’ এবং প্রতিষ্ঠার ১৫ বছর উদযাপন। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম বর্তমান কার্যকরি পরিষদের উদ্যোগে এতবড় আয়োজন করা হয়।
কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। সম্প্রতি কাতারের বাণিজ্যিক এলাকা নাজমার এয়ারপোর্ট রোড সংলগ্ন স্টিগেনবার্গার হোটেলের বল রুমে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মামুনি, আম্মা, মা, আম্মি, মাম্মি, মাতৃ, মাদার—সব আদুরে নাম গায়ে মেখে ক্যানসাসের অগাস্টা শহরে অনুষ্ঠিত হয়েছে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’। যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের ছায়াঘেরা অগাস্টায় পরিবার নিয়ে গত রোববার (১১ মে) সকাল থেকে মায়েরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন।
বাংলাদেশ-জাপান ৬ষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং জাপান পক্ষের নেতৃত্ব দেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি।