
মাহবুব সরকার, আবুধাবি থেকে

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে দূতাবাসের কনফারেন্স হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
অনুষ্ঠানে শ্রম কাউন্সেলর লুৎফুন নাহার নাজীমের উপস্থাপনায় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ উল্লাহ খান। মূল প্রবন্ধ পাঠ করেন কাউন্সেলর (পলিটিক্যাল) তৌহিদ ঈমাম।

বক্তব্য দেন মিশন উপপ্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন, দক্ষিণ এশিয়া জলবায়ু পরিবর্তন বিষয়ক সাংবাদিক ফোরামের নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, আবুধাবির রাবদান একাডেমির শিক্ষক ইদ্রিছ আলম, আবুধাবির শেখ জায়েদ বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল গণি প্রমুখ।

রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এ জাতির ওপর যাতে আর কোনো কালরাতের পুনরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে ১২ লাখ প্রবাসীকে একেকজন অ্যাম্বাসেডর হয়ে দেশের পক্ষে কাজ করে যেতে হবে। প্রবাসের আইন-কানুন মেনে চলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।
তিনি আরও বলেন, সকল ভয়ভীতি পরিহার করে দূতাবাস এবং প্রবাসীদের মধ্যে অদৃশ্যের দেয়াল ভেঙে দেশের জন্য এক সাথে কাজ করতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে দূতাবাসের কনফারেন্স হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
অনুষ্ঠানে শ্রম কাউন্সেলর লুৎফুন নাহার নাজীমের উপস্থাপনায় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ উল্লাহ খান। মূল প্রবন্ধ পাঠ করেন কাউন্সেলর (পলিটিক্যাল) তৌহিদ ঈমাম।

বক্তব্য দেন মিশন উপপ্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন, দক্ষিণ এশিয়া জলবায়ু পরিবর্তন বিষয়ক সাংবাদিক ফোরামের নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, আবুধাবির রাবদান একাডেমির শিক্ষক ইদ্রিছ আলম, আবুধাবির শেখ জায়েদ বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল গণি প্রমুখ।

রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এ জাতির ওপর যাতে আর কোনো কালরাতের পুনরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে ১২ লাখ প্রবাসীকে একেকজন অ্যাম্বাসেডর হয়ে দেশের পক্ষে কাজ করে যেতে হবে। প্রবাসের আইন-কানুন মেনে চলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।
তিনি আরও বলেন, সকল ভয়ভীতি পরিহার করে দূতাবাস এবং প্রবাসীদের মধ্যে অদৃশ্যের দেয়াল ভেঙে দেশের জন্য এক সাথে কাজ করতে হবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জ্ঞাপন করেন। আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক অসহায় ও প্রান্তিক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো দোষীদের দ্রুত বিচারের দাবি করা হয়। বক্তারা বলেন, দেশে ধর্মীয় ফ্যাসিবাদ মব সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ তৈরি করেছে।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী সাংবাদিকদের কাছে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি, সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া এবং স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্যভাবে এই গণতান্ত্রিক কার্যক্রম সম্পন্ন করতে সরকারের অঙ্গীকারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
বৈঠকে রাষ্ট্রদূত নাহিদা সোবহান এলডিসি থেকে উত্তরণের বিষয়ে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে সুইস পক্ষকে অবহিত করেন এবং একই সঙ্গে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর ওপর আলোকপাত করেন।