মাহবুব সরকার, আবুধাবি থেকে
প্রতি বছরের মতো এ বছরও পবিত্র রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন বিথ্যাত সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির উদ্যোগে হয়েছে খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল।
শনিবার (১৫ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের আজমানে কোম্পানির প্রধান কার্যালয়ে মধ্যপ্রাচ্যপ্রবাসীদের বৃহত্তম এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এতে বিভিন্ন দেশের কূটনীতিক, প্রবাসী কমিউনিটি ব্যক্তিবর্গ, স্থানীয় এবং ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের কয়েক হাজার নাগরিক অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সিআইপি)।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কোম্পানির বর্তমান চেয়ারম্যান মুনিরা রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির বলেন, স্থানীয়সহ বিভিন্ন দেশের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হারামাইন পারফিউম কোম্পানির এই আয়োজন প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশেরও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। অতীতের চেয়েও বেশিসংখ্যক নারী-পুরুষ এতে অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর সবাই একসঙ্গে সম্মিলিতভাবে ইফতার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আয়োজনের জন্য যথেষ্ট জায়গাও ছিল। দেশ বিদেশের বিভিন্ন অতিথিরা এসেছেন, প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছেন। সব মিলিয়ে এবারে ১০ হাজারেও বেশি লোক সমাগম হয়েছে। এতেই আমি আনন্দবোধ করছি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মুনিরা রহমান।
উল্লেখ্য, ১৯৭০ সালে আল হারামাইন পারফিউমের সুগন্ধি বাজারে আসার পর থেকে এর খ্যাতি ক্রমশই বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটির সুগন্ধি সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিক্রি হয়।
প্রতি বছরের মতো এ বছরও পবিত্র রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন বিথ্যাত সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির উদ্যোগে হয়েছে খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল।
শনিবার (১৫ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের আজমানে কোম্পানির প্রধান কার্যালয়ে মধ্যপ্রাচ্যপ্রবাসীদের বৃহত্তম এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এতে বিভিন্ন দেশের কূটনীতিক, প্রবাসী কমিউনিটি ব্যক্তিবর্গ, স্থানীয় এবং ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের কয়েক হাজার নাগরিক অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সিআইপি)।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কোম্পানির বর্তমান চেয়ারম্যান মুনিরা রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির বলেন, স্থানীয়সহ বিভিন্ন দেশের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হারামাইন পারফিউম কোম্পানির এই আয়োজন প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশেরও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। অতীতের চেয়েও বেশিসংখ্যক নারী-পুরুষ এতে অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর সবাই একসঙ্গে সম্মিলিতভাবে ইফতার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আয়োজনের জন্য যথেষ্ট জায়গাও ছিল। দেশ বিদেশের বিভিন্ন অতিথিরা এসেছেন, প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছেন। সব মিলিয়ে এবারে ১০ হাজারেও বেশি লোক সমাগম হয়েছে। এতেই আমি আনন্দবোধ করছি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মুনিরা রহমান।
উল্লেখ্য, ১৯৭০ সালে আল হারামাইন পারফিউমের সুগন্ধি বাজারে আসার পর থেকে এর খ্যাতি ক্রমশই বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটির সুগন্ধি সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিক্রি হয়।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ‘ঢাকা ইউনিভার্সিটি নাইট– গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫’ এবং প্রতিষ্ঠার ১৫ বছর উদযাপন। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম বর্তমান কার্যকরি পরিষদের উদ্যোগে এতবড় আয়োজন করা হয়।
কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। সম্প্রতি কাতারের বাণিজ্যিক এলাকা নাজমার এয়ারপোর্ট রোড সংলগ্ন স্টিগেনবার্গার হোটেলের বল রুমে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মামুনি, আম্মা, মা, আম্মি, মাম্মি, মাতৃ, মাদার—সব আদুরে নাম গায়ে মেখে ক্যানসাসের অগাস্টা শহরে অনুষ্ঠিত হয়েছে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’। যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের ছায়াঘেরা অগাস্টায় পরিবার নিয়ে গত রোববার (১১ মে) সকাল থেকে মায়েরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন।
বাংলাদেশ-জাপান ৬ষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং জাপান পক্ষের নেতৃত্ব দেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি।