
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের পাসপোর্ট ফি পুননির্ধারণ করা হয়েছে। আমেরিকান ডলারের সঙ্গে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হারের উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে এই সমন্বয় করা হয়েছে। এরফলে ফি কিছুটা কমেছে।
আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে এই নতুন ফি কার্যকর হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় , “ই-পাসপোর্টের সরকারি ফি ও ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বাবদ আদায়যোগ্য ১০ শতাংশ সারচার্জের বিপরীতে আমেরিকান ডলার ও মালয়েশিয়ান রিঙ্গিতের বিগত ৬ মাসের গড় বিনিময় হার অনুযায়ী মালয়েশিয়ান রিঙ্গিতে ফি পুননির্ধারণ করা হয়েছে।”

সংশোধিত ফি
সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরি
৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ১৬৪ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ১৪০ রিঙ্গিত।
৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ২৭৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ২৩৩ রিঙ্গিত।
৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৮১৭ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৬৯৫ রিঙ্গিত।
৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৯৫৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৮১০ রিঙ্গিত।
অন্য ক্যাটাগরি (পেশাজীবী ও অন্যান্য)
৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ৫৪৫ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৪৬৫ রিঙ্গিত।
৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ৬৮১ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৫৮০ রিঙ্গিত।
৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৮১৭ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৬৯৫ রিঙ্গিত।
৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৯৫৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৮১০ রিঙ্গিত
ইএসকেএলের সার্ভিস চার্জ
এ ছাড়া, ই-পাসপোর্টের জন্য নিয়োজিত আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং এবং পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার জন্য সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্য আবেদনকারীদের ৬০ রিঙ্গিত প্রদান করতে হবে।

মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের পাসপোর্ট ফি পুননির্ধারণ করা হয়েছে। আমেরিকান ডলারের সঙ্গে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হারের উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে এই সমন্বয় করা হয়েছে। এরফলে ফি কিছুটা কমেছে।
আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে এই নতুন ফি কার্যকর হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় , “ই-পাসপোর্টের সরকারি ফি ও ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বাবদ আদায়যোগ্য ১০ শতাংশ সারচার্জের বিপরীতে আমেরিকান ডলার ও মালয়েশিয়ান রিঙ্গিতের বিগত ৬ মাসের গড় বিনিময় হার অনুযায়ী মালয়েশিয়ান রিঙ্গিতে ফি পুননির্ধারণ করা হয়েছে।”

সংশোধিত ফি
সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরি
৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ১৬৪ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ১৪০ রিঙ্গিত।
৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ২৭৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ২৩৩ রিঙ্গিত।
৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৮১৭ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৬৯৫ রিঙ্গিত।
৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৯৫৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৮১০ রিঙ্গিত।
অন্য ক্যাটাগরি (পেশাজীবী ও অন্যান্য)
৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ৫৪৫ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৪৬৫ রিঙ্গিত।
৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ৬৮১ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৫৮০ রিঙ্গিত।
৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৮১৭ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৬৯৫ রিঙ্গিত।
৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৯৫৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৮১০ রিঙ্গিত
ইএসকেএলের সার্ভিস চার্জ
এ ছাড়া, ই-পাসপোর্টের জন্য নিয়োজিত আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং এবং পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার জন্য সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্য আবেদনকারীদের ৬০ রিঙ্গিত প্রদান করতে হবে।
গানটির লেখক, গীতিকার ও সুরকার হলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরমান হোসেন ভূঁইয়া (লাভলু)। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বাংলা ভাষা, সংস্কৃতি ও নিজ জেলার প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এই গানটি রচনা ও সুর করেছেন। গানটি তিনি নিজেই প্রযোজনা করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় , “ই-পাসপোর্টের সরকারি ফি ও ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বাবদ আদায়যোগ্য ১০ শতাংশ সারচার্জের বিপরীতে আমেরিকান ডলার ও মালয়েশিয়ান রিঙ্গিতের বিগত ৬ মাসের গড় বিনিময় হার অনুযায়ী মালয়েশিয়ান রিঙ্গিতে ফি পুননির্ধারণ করা হয়েছে।”
অনুষ্ঠানে মূল বক্তব্যে লেখক হামাদ আলকাওয়ারি বলেন, তার লেখা বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ হলেও এবার বাংলায় অনুবাদ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে তিনি যেভাবে আনন্দিত, তা অন্য কোনো ভাষায় অনুবাদের বেলায় ঘটেনি।
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।