logo
সুপ্রবাস

স্টকহোমে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী

নাসিম আহমদ, স্টকহোম, সুইডেন১১ এপ্রিল ২০২৫
Copied!
স্টকহোমে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে সুইডেনের রাজধানী স্টকহোমে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সুইডেন শাখা গত রোববার (৬ এপ্রিল) স্টকহোমের সিস্তার একটি হলে মুজিব আদর্শের নেতা–কর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সুইডেন শাখার সহসভাপতি মহিউদ্দীন আহমদ লিটন। যৌথভাবে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আওয়ামী লীগের সুইডেন শাখার সহসভাপতি হাজী জুলফিকার হায়দার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল সদস্য ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনীর আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম তাঁর স্বাগত বক্তব্যে ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশে নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা মামলা নির্যাতনের কথা উল্লেখ করে বলেন আমরা প্রবাসে মুজিব আদর্শের সবাই দেশের নির্যাতিত কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

উপস্থিত নেতাদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, কাজী কুদ্দুস, জুলফিকার হায়দার, ইফতেখার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আফছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাছিম আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা নীলা চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়াছেল সরকার, সদস্য আ ফ ম মাছুম, সিনিয়র নেতা জাহিদ রহমান ভুঁইয়া, আল আজাদ মঞ্জু, যুবলীগের সুইডেন শাখার শেখ মাহবুব আলম লাবু।

সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন তাঁর বক্তব্যে বলেন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে নির্যাতন করা হচ্ছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের প্রবাসী সকল নেতাকর্মীদের পদ–পদবী লোভ থেকে সরে এসে প্রবাসে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে দেশে নেতাকর্মীদের পাশে থেকে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

সবশেষে তিনি বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তপন ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান, সদস্য আখতার হোসেন, নাছিমুল ইসলাম, জাহিদ রহমান, পারভীন কবির, বাবুল মিয়া, নুরুল হক চৌধুরী, হেলেনা আক্তার ও যুবলীগের শেখ মিন্টু।

আরও দেখুন

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

১৭ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

১৮ ঘণ্টা আগে

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিপ্রবাসী প্রখ্যাত ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন সিডনিপ্রবাসী বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।

২ দিন আগে

আবুধাবিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

আবুধাবিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে