logo
সুপ্রবাস

স্টকহোমে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী

নাসিম আহমদ, স্টকহোম, সুইডেন১১ এপ্রিল ২০২৫
Copied!
স্টকহোমে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে সুইডেনের রাজধানী স্টকহোমে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সুইডেন শাখা গত রোববার (৬ এপ্রিল) স্টকহোমের সিস্তার একটি হলে মুজিব আদর্শের নেতা–কর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সুইডেন শাখার সহসভাপতি মহিউদ্দীন আহমদ লিটন। যৌথভাবে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আওয়ামী লীগের সুইডেন শাখার সহসভাপতি হাজী জুলফিকার হায়দার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল সদস্য ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনীর আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম তাঁর স্বাগত বক্তব্যে ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশে নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা মামলা নির্যাতনের কথা উল্লেখ করে বলেন আমরা প্রবাসে মুজিব আদর্শের সবাই দেশের নির্যাতিত কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

উপস্থিত নেতাদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, কাজী কুদ্দুস, জুলফিকার হায়দার, ইফতেখার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আফছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাছিম আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা নীলা চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়াছেল সরকার, সদস্য আ ফ ম মাছুম, সিনিয়র নেতা জাহিদ রহমান ভুঁইয়া, আল আজাদ মঞ্জু, যুবলীগের সুইডেন শাখার শেখ মাহবুব আলম লাবু।

সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন তাঁর বক্তব্যে বলেন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে নির্যাতন করা হচ্ছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের প্রবাসী সকল নেতাকর্মীদের পদ–পদবী লোভ থেকে সরে এসে প্রবাসে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে দেশে নেতাকর্মীদের পাশে থেকে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

সবশেষে তিনি বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তপন ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান, সদস্য আখতার হোসেন, নাছিমুল ইসলাম, জাহিদ রহমান, পারভীন কবির, বাবুল মিয়া, নুরুল হক চৌধুরী, হেলেনা আক্তার ও যুবলীগের শেখ মিন্টু।

আরও পড়ুন

সিডনির মিন্টোতে নতুন রূপে কেমিস্ট ডিসকাউন্ট সেন্টারের যাত্রা শুরু

সিডনির মিন্টোতে নতুন রূপে কেমিস্ট ডিসকাউন্ট সেন্টারের যাত্রা শুরু

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির মিন্টোতে নতুন রূপে সাজানো বাংলাদেশি মালিকানাধীন কেমিস্ট ডিসকাউন্ট সেন্টারের কার্যক্রম আবার শুরু হয়েছে।

২ দিন আগে

সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনকে ঘিরে কর্মপরিকল্পনা সভা

সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনকে ঘিরে কর্মপরিকল্পনা সভা

সভায় নির্বাচনের প্রস্তুতি, কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং কমিউনিটির ঐক্য ও সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

৩ দিন আগে

সিডনিতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস

সিডনিতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস

ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজ গত এক দশকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে। দশ বছর পূর্তিতে এইচবিডি সার্ভিসেসের অবদানকে স্বীকৃতি দেওয়ায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অংশীদারত্বের নতুন অধ্যায় সূচনা করেছে।

৩ দিন আগে

সিডনিতে রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালে আনন্দঘন মিলনমেলা

সিডনিতে রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালে আনন্দঘন মিলনমেলা

এতে অন্তর্ভুক্ত ছিল জনপ্রিয় বেশ কিছু খেলা—ক্যারম, লুডু, ডার্ট, দাবা, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট ও ফুটবল। প্রতিটি ইভেন্টে ছিল অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, প্রতিযোগিতার উত্তেজনা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ। খেলোয়াড়দের দক্ষতা ও স্পোর্টসম্যানশিপ দর্শকদের মুগ্ধ করেছে প্রতিটি ম্যাচে।

৩ দিন আগে