logo
সুপ্রবাস

আঙ্কারায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

সজিব আহমেদ, আঙ্কারা, তুরস্ক২৭ মার্চ ২০২৫
Copied!
আঙ্কারায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উৎসবমুখর আবহের মধ্য দিয়ে ২৬ মার্চ (বুধবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

দিবসের শুরুতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে দূতাবাসের মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত মহান স্বাধীনতা দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

3.

অতঃপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের ওপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান ও দূতালয়প্রধান মো. রফিকুল ইসলাম।

সবশেষে রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি আরও স্মরণ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের।

তিনি বলেন, পাকিস্তানের পরাধীনতা থেকে মুক্তির লড়াইয়ে ৩০ লাখ মানুষ শহীদ হয়। ৯ মাসের যুদ্ধে এত বেশি মানুষ হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।

4.

তিনি নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে একটি বৈষম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য দূতাবাস এ বছর ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও তুরস্কের উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মানে ইফতার মাহফিল, প্রবাসী বাংলাদেশিদের সম্মানে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করতে যাচ্ছে।

আরও পড়ুন

সিডনির মিন্টোতে নতুন রূপে কেমিস্ট ডিসকাউন্ট সেন্টারের যাত্রা শুরু

সিডনির মিন্টোতে নতুন রূপে কেমিস্ট ডিসকাউন্ট সেন্টারের যাত্রা শুরু

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির মিন্টোতে নতুন রূপে সাজানো বাংলাদেশি মালিকানাধীন কেমিস্ট ডিসকাউন্ট সেন্টারের কার্যক্রম আবার শুরু হয়েছে।

২ দিন আগে

সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনকে ঘিরে কর্মপরিকল্পনা সভা

সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনকে ঘিরে কর্মপরিকল্পনা সভা

সভায় নির্বাচনের প্রস্তুতি, কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং কমিউনিটির ঐক্য ও সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

৩ দিন আগে

সিডনিতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস

সিডনিতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস

ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজ গত এক দশকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে। দশ বছর পূর্তিতে এইচবিডি সার্ভিসেসের অবদানকে স্বীকৃতি দেওয়ায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অংশীদারত্বের নতুন অধ্যায় সূচনা করেছে।

৩ দিন আগে

সিডনিতে রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালে আনন্দঘন মিলনমেলা

সিডনিতে রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালে আনন্দঘন মিলনমেলা

এতে অন্তর্ভুক্ত ছিল জনপ্রিয় বেশ কিছু খেলা—ক্যারম, লুডু, ডার্ট, দাবা, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট ও ফুটবল। প্রতিটি ইভেন্টে ছিল অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, প্রতিযোগিতার উত্তেজনা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ। খেলোয়াড়দের দক্ষতা ও স্পোর্টসম্যানশিপ দর্শকদের মুগ্ধ করেছে প্রতিটি ম্যাচে।

৩ দিন আগে