logo
সুপ্রবাস

আঙ্কারায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

সজিব আহমেদ, আঙ্কারা, তুরস্ক৪ দিন আগে
Copied!
আঙ্কারায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উৎসবমুখর আবহের মধ্য দিয়ে ২৬ মার্চ (বুধবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

দিবসের শুরুতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে দূতাবাসের মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত মহান স্বাধীনতা দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

3.

অতঃপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের ওপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান ও দূতালয়প্রধান মো. রফিকুল ইসলাম।

সবশেষে রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি আরও স্মরণ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের।

তিনি বলেন, পাকিস্তানের পরাধীনতা থেকে মুক্তির লড়াইয়ে ৩০ লাখ মানুষ শহীদ হয়। ৯ মাসের যুদ্ধে এত বেশি মানুষ হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।

4.

তিনি নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে একটি বৈষম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য দূতাবাস এ বছর ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও তুরস্কের উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মানে ইফতার মাহফিল, প্রবাসী বাংলাদেশিদের সম্মানে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করতে যাচ্ছে।

আরও পড়ুন

আল-হারামাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আল-হারামাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশি মালিকানাধীন সুগন্ধি (পারফিউম) কোম্পানি আল-হারামাইনের চেয়ারম্যান আলহাজ মাহাতাবুর রহমান নাসির অভিযোগ করেছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বাংলাদেশে সংবাদ প্রচার করা হয়েছে।

৪১ মিনিট আগে

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইংয়ের ইফতার

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইংয়ের ইফতার

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইংয়ের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) রাজধানী মাস্কাটের আল-ফালাজ ৪ স্টার হোটেলে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে কয়েক শ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

৩ দিন আগে

কুয়ালালামপুরে চট্টগ্রাম সমিতি, মালয়েশিয়ার ইফতার

কুয়ালালামপুরে চট্টগ্রাম সমিতি, মালয়েশিয়ার ইফতার

চট্টগ্রাম সমিতি, মালয়েশিয়া দেশটির রাজধানী কুয়ালালামপুর ইফতার ও দোয়া মাহফিল করেছে। রোববার (২৩ মার্চ) কুয়ালালামপুরের হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

৩ দিন আগে

দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির ইফতার

দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির ইফতার

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রথম ও পুরনো সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ (সোমবার) দুবাইয়ের পিংক সেলসি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

৩ দিন আগে