logo
বিদেশে উচ্চশিক্ষা

কানাডায় স্কলারশিপ: মিলবে ৫৫ লাখ টাকা, আরও যে সুবিধা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
কানাডায় স্কলারশিপ: মিলবে ৫৫ লাখ টাকা, আরও যে সুবিধা

উচ্চশিক্ষার জন্য কানাডা প্রায় সবারই পছন্দ। শিক্ষার মান, স্কলারশিপ, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ ইত্যাদি বিষয় বিবেচনায় বাংলাদেশিদের কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।

যদিও সম্প্রতি দেশটি বিদেশি শিক্ষার্থী নেওয়া কমিয়ে দিয়েছে। এ ছাড়া দেশটিতে থাকা–খাওয়ার খরচও অনেক। এ কারণে কানাডায় উচ্চশিক্ষায় স্কলারশিপের খোঁজ করেন সবাই।

কানাডার অনেক স্কলারশিপের মধ্যে জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে ইয়র্ক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল স্কলারশিপ অব এক্সিলেন্সের আওতায় ৪৫ হাজার ডলার করে প্রদান করবে। এ ছাড়া টেন্ডান্ডা ভায়া অ্যাওয়ার্ডের আওতায় ৩০ হাজার ডলার করে প্রদান করবে। মোট ৪ বছর স্কলারশিপ দেওয়া হবে।

যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে অধ্যয়ন করতে পারবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিট পাওয়া একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। ২০২৫ সালের ফল সেমিস্টারে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি স্নাতক ডিগ্রি প্রোগ্রামে আবেদন করতে ও ভর্তির সুযোগ পেতে হবে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

একাডেমিক ফলাফল ভালো হতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। রিকমেন্ডেশন লেটার থাকতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শুরুর দিকে এই স্কলারশিপে আবেদন আহ্বান করা হয়। আবেদনের জন্য বেশি সময় দেওয়া হয় না। ওয়েবসাইটে জানানো হয় বিস্তারিত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

৪ দিন আগে

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

৫ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

১২ দিন আগে

কুইন এলিজাবেথ স্কলারশিপে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ

কুইন এলিজাবেথ স্কলারশিপে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় যুক্তরাজ্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পাড়াশোনার সুযোগ।

১২ দিন আগে