logo
বিদেশে উচ্চশিক্ষা

চীনে চিংয়াংশি প্রদেশে আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মেলন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ অক্টোবর ২০২৪
Copied!
চীনে চিংয়াংশি প্রদেশে আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মেলন

চীনের চিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত হয়েছে অষ্টম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্ট্রাটেজিক অ্যান্ড গ্লোবাল স্টাডি ও প্রথম কনফারেন্স অন এরিয়া স্টাডিজ অব চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স।

দুই দিনব্যাপী এই সম্মেলনটি (২৫–২৬ অক্টোবর) চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপান ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ৩০০ জন একাডেমিশিয়ান, স্কলার ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সম্মেলন যৌথভাবে আয়োজন করে চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স ও ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়া।

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের প্রেসিডেন্ট তং হুয়ে, ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়কমন্ত্রীর প্রতিনিধি মুলাওয়ারমান হান্নাসে, চিয়াংশি প্রদেশের বাণিজ্য বিভাগের উপ-মহাপরিচালক চেন চ্যাংশেং, ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার স্কুল অব স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল স্টাডিজের ডিন আথর সুব্রতো প্রমুখ।

আরও পড়ুন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। এ বৃত্তির নাম শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ। দেশটির বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের এ সুযোগ দিচ্ছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্

১৩ দিন আগে

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দিচ্ছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

২২ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই তালিকায় রয়েছে।

১৯ এপ্রিল ২০২৫