logo
বিদেশে উচ্চশিক্ষা

চীনে চিংয়াংশি প্রদেশে আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মেলন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ অক্টোবর ২০২৪
Copied!
চীনে চিংয়াংশি প্রদেশে আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মেলন

চীনের চিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত হয়েছে অষ্টম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্ট্রাটেজিক অ্যান্ড গ্লোবাল স্টাডি ও প্রথম কনফারেন্স অন এরিয়া স্টাডিজ অব চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স।

দুই দিনব্যাপী এই সম্মেলনটি (২৫–২৬ অক্টোবর) চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপান ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ৩০০ জন একাডেমিশিয়ান, স্কলার ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সম্মেলন যৌথভাবে আয়োজন করে চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স ও ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়া।

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের প্রেসিডেন্ট তং হুয়ে, ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়কমন্ত্রীর প্রতিনিধি মুলাওয়ারমান হান্নাসে, চিয়াংশি প্রদেশের বাণিজ্য বিভাগের উপ-মহাপরিচালক চেন চ্যাংশেং, ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার স্কুল অব স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল স্টাডিজের ডিন আথর সুব্রতো প্রমুখ।

আরও পড়ুন

চীনের লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

চীনের লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

চীনের স্কলারশিপগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড সিএসসি স্কলারশিপ। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের খরচ বহন করে চীন সরকার।

২ দিন আগে

৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

এটি পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, গত বৃহস্পতিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

৮ দিন আগে

জাপানের এই বৃত্তির সুযোগ ঢাবি শিক্ষার্থীদের

জাপানের এই বৃত্তির সুযোগ ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

১০ দিন আগে

ওবামা ফাউন্ডেশনের স্কলারশিপে আবেদন চলছে

ওবামা ফাউন্ডেশনের স্কলারশিপে আবেদন চলছে

ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতিবছর স্কলারশিপের আবেদন আহ্বান করে। এক বছর মেয়াদী এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবেন।

১২ দিন আগে