logo
বিদেশে উচ্চশিক্ষা

সুইডেনে উচ্চশিক্ষা: উমিয়া স্কলারশিপে আবেদন শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সুইডেনে উচ্চশিক্ষা: উমিয়া স্কলারশিপে আবেদন শুরু

ইউরোপে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য সুইডেন অন্যতম। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। তেমনই একটি হলো উমিয়া বিশ্ববিদ্যালয়। ৩৭ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে সুইডেনের বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এই উমিয়া বিশ্ববিদ্যালয়।

প্রতি বছর স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট প্রোগ্রাম অফার করে বিশ্ববিদ্যালয়টি। এ বছর বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক স্কলারশিপের আওতায় দুইবছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডেনের উমিয়া ইউনিভার্সিটি। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি

আগে জেনে নিন সুবিধাগুলো

এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা আংশিক মওকুফ করা হবে। তবে ফির পরিমাণ তারা উল্লেখ করে দেবেন আবেদনের পর। এতে প্রায় ৪৪টি আন্তর্জাতিক প্রোগ্রাম অফার করা হয়। আর প্রোগ্রামগুলো সম্পূর্ণ ইংরেজিতে শেখানো হয়। অন্য কোনো ভাতা দেওয়া না হলেও পড়াশোনায় ফান্ডিংয়ের ব্যবস্থা করতে সব রকমের সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে ওয়েবসাইটে যাবতীয় সূত্র উল্লেখ করা আছে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের দেশের নাগরিক হতে হবে। স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। উমিয়া ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরে অধ্যয়নের জন্য আবেদন সম্পন্ন করতে হবে ১৫ জানুয়ারির আগে এবং ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রাথমিক আবেদনের পর স্কলারশিপের জন্য যোগ্য শিক্ষার্থীদের আবেদনের নির্দেশাবলীসহ একটি ই-মেইল পাঠানো হবে। এর আগে আবেদনকারীকে উমিয়া ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরের জন্য আবেদন করতে হবে।

প্রতি বছরের শেষদিকে আবেদন শুরু হয়। এ বছর আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। এ বৃত্তির নাম শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ। দেশটির বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের এ সুযোগ দিচ্ছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্

১২ দিন আগে

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দিচ্ছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

২২ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই তালিকায় রয়েছে।

১৯ এপ্রিল ২০২৫