logo
বিদেশে উচ্চশিক্ষা

চেভেনিং স্কলারশিপে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, আবেদন করবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
চেভেনিং স্কলারশিপে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, আবেদন করবেন যেভাবে
ছবি: ব্রিটিশ কাউন্সিলের সৌজন্যে

বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে যুক্তরাজ্য। চেভেনিং স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিনা খরচে দেশটিতে স্নাতকোত্তর ডিগ্রি করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাজ্য সরকারের এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়েছে। এ বছর আবেদনের শেষ সময় আগামী ৭ নভেম্বর। এ শিক্ষাবর্ষে বিশ্বের ১ হাজার ৫০০ শিক্ষার্থী এবার এ বৃত্তি পাবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

এই বৃত্তির আওতায় যুক্তরাজ্যের ১৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিতে পছন্দের বিষয়ে এক বছরের স্নাতকোত্তর করতে পারবেন। তবে দুয়েক জায়গায় দুই বছর লাগতে পারে। চেভেনিং বৃত্তি ফুল ফান্ডেড। এ বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের টিউশন ফি দেওয়া হবে। থাকছে মাসিক বৃত্তির ব্যবস্থাও। এ ছাড়া আসা-যাওয়ার ভ্রমণ ব্যয় বহন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভিসা আবেদনেও কোনো ধরনের ফি দিতে হবে না।

আবেদনে লাগবে যে যোগ্যতা

চেভেনিং মূলত পেশাজীবীদের বৃত্তি। এ বৃত্তির জন্য দুই বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয় (কমপক্ষে ২ হাজার ৮০০ ঘণ্টা)। ছাত্রজীবনে করা কোনো ইন্টার্নশিপ কিংবা পার্টটাইমের অভিজ্ঞতাও দেখাতে পারেন। উন্নয়ন সংস্থা, ইয়ুথ ফোরাম, স্বাস্থ্য, আইন পেশায় থাকা লোকজন এবং সরকারি চাকরি—এগুলো থেকে বেশি বৃত্তি পান। শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা ও নেতৃত্বদানের অভিজ্ঞতাকে বেশ গুরুত্ব দেওয়া হয়। ব্রিটিশ বা ডুয়েল ব্রিটিশ নাগরিক হলে আবেদন করা যাবে না।

আইইএলটিসে ৭-৮ মোটামুটি সেফ স্কোর। তবে সেটা বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন চায়। স্নাতকে ভালো ফলাফল থাকতে হয়। সেই ফলাফলটা কেমন হবে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মিলিয়ে নিতে পারবেন। দুটো রেফারেন্স লাগে। একটা অ্যাকাডেমিক, আরেকটা কাজের জায়গা থেকে। এডুকেশনাল সার্টিফিকেট আর রেফারেন্স শর্টলিস্টেড হলে তারপর আপলোড করতে হয়। স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) বৃত্তি অনেকটা নির্ধারণ করে দেয়।

কখন কীভাবে আবেদন করবেন

পছন্দের ৩টি বিশ্ববিদ্যালয় বাছাই করতে হয়। তারপর সেগুলোতে আবেদন করতে হয়। কিছু বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে ফি লাগে। অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচনের পর ঢাকার ব্রিটিশ হাইকমিশনে মৌখিক পরীক্ষায় মুখোমুখি হতে হবে।

এ বছর এরই মধ্যে আবেদন শুর হয়ে গেছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। এ বৃত্তির নাম শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ। দেশটির বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের এ সুযোগ দিচ্ছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্

১১ দিন আগে

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দিচ্ছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

২২ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই তালিকায় রয়েছে।

১৯ এপ্রিল ২০২৫