logo
বিদেশে উচ্চশিক্ষা

অস্ট্রেলিয়ায় ওডউইন জোনস স্কলারশিপ, যেসব বিষয়ে পড়বেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
অস্ট্রেলিয়ায় ওডউইন জোনস স্কলারশিপ, যেসব বিষয়ে পড়বেন

বিনা খরচে অস্ট্রেলিয়ায় পিএইচডি করার সুযোগ থাকছে ওডউইন স্কলারশিপে। খনিজ সম্পদ নিয়ে গবেষণায় আগ্রহী বিদেশি শিক্ষার্থীরা এর আওতায় পিএইচডি করতে পারবেন মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়। প্রতি বছরই এই স্কলারশিপ দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়টি।

অস্ট্রেলিয়ার বিখ্যাত খনিজ সম্পদ গবেষক ইমেরিটাস প্রফেসর ওডউইন জোনসের সম্মানে তাঁর নামে এই বৃত্তির নামকরণ করা হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তিটি নিয়ে পিএইচডি করা যাবে। মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এই বৃত্তি দেয়।

আগে জেনে নিন সুবিধাগুলো

এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৩ বছরে মোট ৪০ হাজার ৭৩৯ অস্ট্রেলিয়ান ডলার স্টাইপেন্ড দেওয়া হয়। গবেষণার অন্যান্য খাতের খরচ বহন করা হয়ে থাকে। নির্বাচিত শিক্ষার্থীদের খনিজ পদার্থ সম্পর্কিত বিভিন্ন ট্রেনিং সেশন ও সেমিনারে বিনা মূল্যে অংশ নেওয়ার সুযোগ থাকে।

অর্থনৈতিক খনিজ সম্পদের আবিষ্কারের হার বৃদ্ধি, খনি শিল্প থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ হ্রাস এবং মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বর্তমান গবেষণা অগ্রাধিকারের পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ অন্যান্য বিষয় নিয়ে করা যাবে পিএইচডি।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ওডউইন জোনস স্কলারশিপে পিএইচডি সবার জন্য উন্মুক্ত। বিশেষ করে যেসব শিক্ষার্থী গবেষণা ও উদ্ভাবনীতে আগ্রহী, সেসব প্রার্থীকে আবেদন করতে উৎসাহিত করা হয়। আইইএলটিএস স্কোর, স্নাতক ও স্নাতকোত্তরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও গবেষণার বিষয় সম্পর্কে প্রার্থীর ধারণা রয়েছে এমন দুটি একাডেমিকের রেফারেন্স থাকতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

সাধারণত অনলাইনেই আবেদন করতে হয়। তবে ইমেইলে বার্তা পাঠালে এ ব্যাপারে জানানো হয় বিস্তারিত। ইনস্টিটিউট ছাড়াও আবেদনের তথ্য থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। প্রতি বছর জুলাই থেকেই এই আবেদন শুরু হয়ে থাকে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।

৯ দিন আগে

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী বা অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হবে।

০১ সেপ্টেম্বর ২০২৫

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৭০ শতাংশ কমেছে, প্রভাব শিক্ষা খাতে

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৭০ শতাংশ কমেছে, প্রভাব শিক্ষা খাতে

কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর আসা উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এ তথ্য জানিয়েছে।

৩০ আগস্ট ২০২৫