
বিডিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কে না পড়তে চায়! আর তা যদি হয় বিনামূল্যে, তাহলে তো কথাই নেই। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশিদের ফেলোশিপ দিয়ে থাকে এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র্যাডক্লিফ ইনস্টিটিউট। নয় মাস মেয়াদি ফেলোশিপের আওতায় থাকছে নানা সুবিধা।
বৈজ্ঞানিক, লেখক, সাংবাদিক ও ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে যারা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে কাজ করছেন, তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। এর আওতায় প্রতি বছর ৫০টি ফেলোশিপ দেওয়া হয়।
আগে জেনে নিন সুবিধাগুলো
আমেরিকার হার্ভার্ড র্যাডক্লিফ ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থী তাঁর ব্যবহারিক দক্ষতা বিকাশের সুযোগ পাবেন। এর আওতায় জে-১ ভিসা প্রদান করা হবে। ফেলোদের উপবৃত্তি হিসেবে প্রকল্পের ব্যয় মেটাতে ৭৮ হাজার ৫০০ মার্কিন ডলার (প্রায় ৯৩ লাখ টাকা) উপবৃত্তি দেওয়া হবে। এ ছাড়া ৫ হাজার ডলারও দেওয়া হয়। ইনস্টিটিউটে অফিস, স্টুডিও স্পেস পাবেন ফেলোশিপ পাওয়া ব্যক্তিরা।
ভিজিটিং ফেলো হিসেবে হার্ভার্ডে পূর্ণকালীন কাজের সুযোগসহ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, আবাসন ও অ্যাথলেটিক সুবিধা প্রদান করা হবে। স্বাস্থ্যবিমা এবং শিশুর ডে-কেয়ার সুবিধা থাকবে এই বৃত্তির আওতায়। বিজ্ঞান, প্রকৌশল, গণিত ও ক্রিয়েটিভ আর্টসের বিভিন্ন বিষয়ে ফেলোশিপ পাওয়া যাবে। এককভাবে কিংবা দুজন এক সঙ্গে ফেলোশিপ পেতে পারেন।
আবেদনে লাগবে যে যোগ্যতা
মানবিক ও সামাজিক বিজ্ঞানের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া স্বনামধন্য জার্নালে বা সম্পাদিত কাজের একটি মনোগ্রাফ বা কমপক্ষে দুটি প্রকাশিত নিবন্ধ থাকতে হবে।
বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, স্বনামধন্য জার্নালে কমপক্ষে পাঁচটি নিবন্ধ প্রকাশিত হতে হবে।
ক্রিয়েটিভ আর্টসের আবেদনকারীদের মধ্যে ফিল্ম অ্যান্ড ভিডিও বিষয়ের প্রার্থীদের ন্যূনতম ১৫ মিনিটের ভিডিও, ভিজ্যুয়াল আর্টসের প্রার্থীদের ৩টি মুভিং ইমেজ, ফিকশন বা নন–ফিকশনের প্রার্থীদের সম্প্রতি প্রকাশিত বইয়ের, ছোটগল্প বা কোনো আর্টিকেলের প্রায় ৩০ পৃষ্ঠার স্ক্রিপ্ট, এক বা একাধিক প্রকাশিত বই, কবিতা, জার্নালিজমের প্রার্থীদের প্রকাশিত আর্টিকেলের ৩০ পৃষ্ঠা, নাটকের প্রার্থীদের ১০টি নাটক, মিউজিক কম্পোজিশনের প্রার্থীদের সাম্প্রতিক কম্পোজিশন করা কিছু সাবমিট করতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
সাধারণত বছরের মাঝামাঝি সময় এই স্কলারশিপের আবেদন শুরু হয়। বিজ্ঞান, প্রকৌশল ও গণিত, ক্রিয়েটিভ আর্টস এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানের জন্য আলাদা করে আবেদনের শেষ সময় উল্লেখ করা থাকে। আবেদন করা যায় অনলাইনে।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কে না পড়তে চায়! আর তা যদি হয় বিনামূল্যে, তাহলে তো কথাই নেই। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশিদের ফেলোশিপ দিয়ে থাকে এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র্যাডক্লিফ ইনস্টিটিউট। নয় মাস মেয়াদি ফেলোশিপের আওতায় থাকছে নানা সুবিধা।
বৈজ্ঞানিক, লেখক, সাংবাদিক ও ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে যারা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে কাজ করছেন, তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। এর আওতায় প্রতি বছর ৫০টি ফেলোশিপ দেওয়া হয়।
আগে জেনে নিন সুবিধাগুলো
আমেরিকার হার্ভার্ড র্যাডক্লিফ ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থী তাঁর ব্যবহারিক দক্ষতা বিকাশের সুযোগ পাবেন। এর আওতায় জে-১ ভিসা প্রদান করা হবে। ফেলোদের উপবৃত্তি হিসেবে প্রকল্পের ব্যয় মেটাতে ৭৮ হাজার ৫০০ মার্কিন ডলার (প্রায় ৯৩ লাখ টাকা) উপবৃত্তি দেওয়া হবে। এ ছাড়া ৫ হাজার ডলারও দেওয়া হয়। ইনস্টিটিউটে অফিস, স্টুডিও স্পেস পাবেন ফেলোশিপ পাওয়া ব্যক্তিরা।
ভিজিটিং ফেলো হিসেবে হার্ভার্ডে পূর্ণকালীন কাজের সুযোগসহ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, আবাসন ও অ্যাথলেটিক সুবিধা প্রদান করা হবে। স্বাস্থ্যবিমা এবং শিশুর ডে-কেয়ার সুবিধা থাকবে এই বৃত্তির আওতায়। বিজ্ঞান, প্রকৌশল, গণিত ও ক্রিয়েটিভ আর্টসের বিভিন্ন বিষয়ে ফেলোশিপ পাওয়া যাবে। এককভাবে কিংবা দুজন এক সঙ্গে ফেলোশিপ পেতে পারেন।
আবেদনে লাগবে যে যোগ্যতা
মানবিক ও সামাজিক বিজ্ঞানের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া স্বনামধন্য জার্নালে বা সম্পাদিত কাজের একটি মনোগ্রাফ বা কমপক্ষে দুটি প্রকাশিত নিবন্ধ থাকতে হবে।
বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, স্বনামধন্য জার্নালে কমপক্ষে পাঁচটি নিবন্ধ প্রকাশিত হতে হবে।
ক্রিয়েটিভ আর্টসের আবেদনকারীদের মধ্যে ফিল্ম অ্যান্ড ভিডিও বিষয়ের প্রার্থীদের ন্যূনতম ১৫ মিনিটের ভিডিও, ভিজ্যুয়াল আর্টসের প্রার্থীদের ৩টি মুভিং ইমেজ, ফিকশন বা নন–ফিকশনের প্রার্থীদের সম্প্রতি প্রকাশিত বইয়ের, ছোটগল্প বা কোনো আর্টিকেলের প্রায় ৩০ পৃষ্ঠার স্ক্রিপ্ট, এক বা একাধিক প্রকাশিত বই, কবিতা, জার্নালিজমের প্রার্থীদের প্রকাশিত আর্টিকেলের ৩০ পৃষ্ঠা, নাটকের প্রার্থীদের ১০টি নাটক, মিউজিক কম্পোজিশনের প্রার্থীদের সাম্প্রতিক কম্পোজিশন করা কিছু সাবমিট করতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
সাধারণত বছরের মাঝামাঝি সময় এই স্কলারশিপের আবেদন শুরু হয়। বিজ্ঞান, প্রকৌশল ও গণিত, ক্রিয়েটিভ আর্টস এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানের জন্য আলাদা করে আবেদনের শেষ সময় উল্লেখ করা থাকে। আবেদন করা যায় অনলাইনে।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আবেদনকারীদের ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের শতভাগ পর্যন্ত স্কলারশিপে অধ্যয়নের সুযোগ এসেছে। এই স্কলারশিপের জন্য বাংলাদেশ ছাড়াও কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি ৫০ থেকে শতভাগ পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, দূরশিক্ষণ, শিক্ষাপ্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা–সম্পর্কিত সব শাখার বিস্তৃত বিষয়ে প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে।
বাংলাদেশি আবেদনকারীদের সঠিক নথি জমা দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ বলেছেন, “জার্মানিতে পড়তে যেতে চায় এমন হাজার হাজার সৎ শিক্ষার্থী আছে, কিন্তু যারা ভুল বা ভুয়া নথি জমা দেয় তারা সত্যিকারের পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করে।”

যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের শতভাগ পর্যন্ত স্কলারশিপে অধ্যয়নের সুযোগ এসেছে। এই স্কলারশিপের জন্য বাংলাদেশ ছাড়াও কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি ৫০ থেকে শতভাগ পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
২ দিন আগে