logo
প্রবাসের খবর

আইপিএল স্থগিত করে দিল ভারত

যুদ্ধ পরিস্থিতি

প্রতিবেদক, বিডিজেন০৯ মে ২০২৫
Copied!
আইপিএল স্থগিত করে দিল ভারত
গতকাল ধর্মশালা স্টেডিয়ামে নিষ্প্রদীপ পরিস্থিতি

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরটি নিশ্চিত করেছে।

গতকাল বৃহস্পতিবার ভারতের জম্মুসহ কাশ্মীর সীমান্তবর্তী বেশ কিছু জায়গায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এয়ার রেইড সাইরেন শোনা গেছে এসব এলাকা। ধর্মশালায় সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি স্থগিত হয়ে যায়। ধর্মশালা ভারতের হিমাচল প্রদেশের শহর এবং এটি পাঠানকোট থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পাঠানকোটে গতকাল সন্ধ্যায় পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। উদ্ভুত পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বিসিসিআইয়ের কাছে এই মুহূর্তে খেলোয়াড় ও আইপিএল সংশ্লিষ্টদের নিরাপত্তাই অগ্রাধিকার। হিন্দুস্তান টাইমসকে বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইপিএল এই জায়গাতেই থেমে যাবে, নাকি বাকি খেলাগুলো পরে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে বিসিসিআই কিছু জানায় নি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, তারা খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার প্রস্তুতিও নিতে শুরু করেছে।

বিসিসিআই শিগগিরই আইপিএল স্থগিতের অনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও অন্যান্য কর্মকর্তারা একে অন্যের সঙ্গে টেলি কনফারেন্স করে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

একদিকে নিয়মিত যাত্রী, অন্যদিকে নতুন যাত্রী। এ কারণে ঢাকা থেকে কুয়েতগামী বিমানে দেখা দিয়েছে যাত্রীচাপ। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।

১ দিন আগে

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

মালাইকার বয়স এখন ৫১। ফিটনেস, ফ্যাশন, নাচ সব মিলিয়ে তিনি এখনো বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বেড়েছে। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মেলেছে, তিনি এখনও নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখেন।

১ দিন আগে

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

১১৪/২০২৪ ধারায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যেকোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ৬ মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকেরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল ভিসা) পাবেন।

৩ দিন আগে

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার দায়রা আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

৩ দিন আগে