
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সেন্ট অ্যান্ড্রুজ কমিউনিটি সেন্টারে দুপুর ১২টা থেকে আয়োজিত এই অনুষ্ঠানে সিসিএ সদস্যবৃন্দ, সাংবাদিক ও ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে তানভীর আহমেদ রুমেল সকলকে স্বাগত জানান।

সিসিএ সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় মেজবান ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এত বড় একটা চ্যালেঞ্জিং আয়োজন সম্ভব হয়েছে শুধুমাত্র সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের স্বতঃস্ফুর্তভাবে মনপ্রাণ দিয়ে কঠোর পরিশ্রমের জন্য। উদাহরণস্বরূপ তিনি সাইফুল হাসান চৌধুরী (সবুজ) ও এ টি এম মাসুম রানার নাম বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আজকের এই আয়োজন আমাদের সম্মিলিত সাফল্যের আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্ত।
পাবলিক রিলেশন ও কালচারাল সেক্রেটারি সাদিয়া হক জানান চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার পরবর্তী অনুষ্ঠান হবে ২০২৬ সালের মে মাসে। এটা হবে আরও বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণভাবে।

ট্রেজারার ড. শেখ সালাউদ্দিন জানান, এবারের মেজবানে ১২ হাজার ৮৪২ ডলার অর্থ উদ্বৃত্ত হয়েছে কেবলমাত্র সদস্যবৃন্দ এবং পৃষ্টপোষকদের অর্থনৈতিক সহযোগিতার জন্য। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার মেজবান সম্পূর্ণই ফ্রি এবং টিকিটের জন্য কাউকে কোনো অর্থ খরচ করতে হয়নি। এই উদ্যোগ সিসিএকে একটি ব্যতিক্রমী ও সত্যিকারের চ্যারিটেবল সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক নাইম আবদুল্লাহ। আরও বক্তব্য দেন অপারেশন অ্যান্ড ডেলিভারি সেক্রেটারি মোহাম্মদ জিয়াউর রহমান, এস এস হেয়ার অ্যান্ড বিউটির নির্বাহী পরিচালক শাহরীয়াত পারভীন রিপা এবং মোটিফ বাই নিধির প্রতিষ্ঠাতা নওশিন করিম।

মধ্যাহ্নভোজের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, এ ধরনের পারিবারিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন প্রবাসী বাংলাদেশি সমাজে একতা ও বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করে তুলবে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায়প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সামাজিক আয়োজন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ) আয়োজিত মেজবান। যা গত ২১ সেপ্টেম্বর (রোববার) সিডনির মিন্টোতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সেন্ট অ্যান্ড্রুজ কমিউনিটি সেন্টারে দুপুর ১২টা থেকে আয়োজিত এই অনুষ্ঠানে সিসিএ সদস্যবৃন্দ, সাংবাদিক ও ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে তানভীর আহমেদ রুমেল সকলকে স্বাগত জানান।

সিসিএ সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় মেজবান ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এত বড় একটা চ্যালেঞ্জিং আয়োজন সম্ভব হয়েছে শুধুমাত্র সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের স্বতঃস্ফুর্তভাবে মনপ্রাণ দিয়ে কঠোর পরিশ্রমের জন্য। উদাহরণস্বরূপ তিনি সাইফুল হাসান চৌধুরী (সবুজ) ও এ টি এম মাসুম রানার নাম বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আজকের এই আয়োজন আমাদের সম্মিলিত সাফল্যের আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্ত।
পাবলিক রিলেশন ও কালচারাল সেক্রেটারি সাদিয়া হক জানান চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার পরবর্তী অনুষ্ঠান হবে ২০২৬ সালের মে মাসে। এটা হবে আরও বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণভাবে।

ট্রেজারার ড. শেখ সালাউদ্দিন জানান, এবারের মেজবানে ১২ হাজার ৮৪২ ডলার অর্থ উদ্বৃত্ত হয়েছে কেবলমাত্র সদস্যবৃন্দ এবং পৃষ্টপোষকদের অর্থনৈতিক সহযোগিতার জন্য। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার মেজবান সম্পূর্ণই ফ্রি এবং টিকিটের জন্য কাউকে কোনো অর্থ খরচ করতে হয়নি। এই উদ্যোগ সিসিএকে একটি ব্যতিক্রমী ও সত্যিকারের চ্যারিটেবল সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক নাইম আবদুল্লাহ। আরও বক্তব্য দেন অপারেশন অ্যান্ড ডেলিভারি সেক্রেটারি মোহাম্মদ জিয়াউর রহমান, এস এস হেয়ার অ্যান্ড বিউটির নির্বাহী পরিচালক শাহরীয়াত পারভীন রিপা এবং মোটিফ বাই নিধির প্রতিষ্ঠাতা নওশিন করিম।

মধ্যাহ্নভোজের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, এ ধরনের পারিবারিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন প্রবাসী বাংলাদেশি সমাজে একতা ও বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করে তুলবে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায়প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সামাজিক আয়োজন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ) আয়োজিত মেজবান। যা গত ২১ সেপ্টেম্বর (রোববার) সিডনির মিন্টোতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না। তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।’ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়”
গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”
বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।
এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ৬টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশির ভাগ গুলিতে প্রাণ হারিয়েছে।

গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”
২ দিন আগে
বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।
২ দিন আগে