logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় সাবাহ প্রদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ

রফিক আহমদ খান, মালয়েশিয়া১৭ দিন আগে
Copied!
মালয়েশিয়ায় সাবাহ প্রদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ

মালয়েশিয়ায় সাবাহ প্রদেশের রাজধানী কোতাকিনাবালুতে সাবাহ ইভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপোতে (এসআইটিই ২০২৫) অংশ নিয়েছে বাংলাদেশ। সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী (২৬-২৮ সেপ্টেম্বর) এই মেলা আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ -এফএসই।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবাহ প্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন বুথ ও হাইকমিশনের উদ্যোগে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাণের বুথ পরিদর্শন করেন।

International Trade Fair in Malaysia 2

বাংলাদেশ বুথে অতিথিদের স্বাগত জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা। এসময় তিনি বুথে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করে সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারের সহযোগিতার জন্য অনুরোধ জানান।

ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া এই মেলায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান 'প্রাণ'–এর বিভিন্ন পণ্যসামগ্রীসহ বাংলাদেশের বিভিন্ন রপ্তানিপণ্যের প্রশংসা করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং প্রাণের প্রতিনিধিকে মেলায় অংশগ্রহণের জন্য সম্মাননা সনদ প্রদান করেন।

International Trade Fair in Malaysia 3

এসময় আরও উপস্থিত ছিলেন মেলার অর্গানাইজিং চেয়ারম্যান দাতুক রিচার্ড লিম, আয়োজককারী প্রতিষ্ঠান ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজের প্রেসিডেন্ট নাটালি ফুংসহ প্রাদেশিক সরকারের সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) মো. মোরশেদ আলম, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, তৃতীয় সচিব (রাজনৈতিক) মো. তানজিম হোসেন এবং প্রাণের প্রতিনিধি আবু বকর সিদ্দিক (হেড অফ সেলস), মো. পারবেজ হিরা ( হেড অফ সেলস), সাকিব রাফি (মার্কেটি এক্সিকিউটিভ) ও মুরুগান মার্ক (বিজনেস ডেভেলপমেন্ট সাবাহ)।

মেলার দ্বিতীয় দিন আজ ২৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজের প্রেসিডেন্ট নাটালি ফুং, সদ্য স্যাবেক প্রেসিডেন্ট দাতুক রিচার্ড লিমসহ ফেডারেশনের অন্য প্রতিনিধিদের সঙ্গে সভা করেন এবং সাবাহ অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণে তাদের সহযোগিতার অনুরোধ জানান। এ ছাড়াও তিনি ফেডারেশনকে নিকট ভবিষ্যতে ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানালে তারা এ বিষয়ে তাদের আগ্রহ ব্যক্ত করেন।

আরও পড়ুন

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্‌যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

২ দিন আগে

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

৩ দিন আগে

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।

৫ দিন আগে